শুক্রবার সকালে কেদারনাথে আদিগুরু শঙ্করাচার্যের ১২ ফুটের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আদি গুরু শঙ্করাচার্যের এই মূর্তি কারা তৈরি করেন?
মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ-সহ ৯ জন এই মূর্তি তৈরির দায়িত্বে ছিলেন। প্রায় ১ বছর সময় ধরে এটি তৈরি করা হয়। জানা গিয়েছে, প্রাথমিকভাবে, একটি ১৩০ টনের শিলা নিয়ে খোদাইয়ের কাজ শুরু করেন শিল্পীরা। মূর্তি তৈরির পর মোট ওজন দাঁড়ায় ৩৫ টন। খরচ পড়েছে ২০০ কোটিরও বেশি।

এর আগে আদিগুরু শঙ্করাচার্য সমাধির মূল মূর্তিটি ২০১৩ সালে প্রাকৃতিক দুর্যোগে ভেসে গিয়েছিল। এটি কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে এবং সমাধি এলাকার মাঝে নির্মিত। তথ্যানুযায়ী, আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি তৈরি করতে অনেক অনেক ভাস্কর চেষ্টা করেছিলেন। অনেকেই তাঁদের মডেল ও ভাবনা পাঠিয়ে আবেদন করেন। মূর্তির প্রায় ১৮টি ফাইনাল মডেল তৈরি করা হয়েছিল। শেষে প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী একটি মডেল বেছে নেওয়া হয়েছিল।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, 'আমাদের রাজ্যের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালোবাসা নতুন নয়। প্রধানমন্ত্রী ক্রমাগত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এমন অনেক কাজ হয়েছে যা আগে অসম্ভব বলে মনে হয়েছিল। '