জয়ী হয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু যেভাবে ঝড় তোলার কথা বলেছিলেন মোদী ততটা ঝড় তো দূরের কথা। তার ধারে কাছেও হয়নি।
এদিকে এক্সিট পোলকে পুরো ভুল প্রমাণিত করে ইন্ডিয়া জোট প্রত্যাশার তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে বলে খবর।
মঙ্গলবার বিকালে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে।
রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে বলেন, ‘এই ভোটে ইন্ডিয়া জোট ও কংগ্রেস পার্টি শুধু কোনও রাজনৈতিক দলের বিপক্ষে নয়, তারা একাধিক ইনস্টিটিউশন, ইডি, সিবিআই, বিএসএফ সবগুলিকে নরেন্দ্র মোদী ও অমিত শাহ ধমকে নিজেদের কড়ায়ত্ত করে নিয়েছিল। আপনাদের ভূমিকা( মিডিয়ার) অনেকেই ঠিকঠাক পালন করেছেন। এই লড়াই ছিল সংবিধান বাঁচানোর লড়াই। আমি সত্যি কথা বলছি যখন আমাদের মুখ্য়মন্ত্রীকে জেলে পাঠালেন, তখনই বুঝেছিলাম দেশের জনতা সংবিধান বাঁচানোর জন্য একসঙ্গে লড়বেন। এটা সত্যি প্রমাণিত হল। এটা আমাদের ভরসা ছিল। আমাদের সব নেতা, কর্মীদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সংবিধান বাঁচানের জন্য সবথেকে বড় পদক্ষপ নিয়েছেন। কংগ্রেস পার্টির সব নেতারা দুটো তিনটি জিনিস করেছি। আমরা ইন্ডিয়া পার্টির শরিকদের শ্রদ্ধা করেছি। তাদের মতামতকে গুরুত্ব দিয়েছি। আপনারা দেখবেন যেখানে জোট লড়েছে সেখানে একেবারে স্বচ্ছতার সঙ্গে লড়েছে। এক হয়ে লড়েছে। ইন্ডিয়া জোটের যে মঞ্চ হয়েছিল সেখানে একাধিক ইস্যু উঠেছিল ’