Omar Abdullah: 'সবাই অধীর আগ্রহে!' সোনমার্গে টানেল উদ্বোধনে যাবেন মোদী, কী বললেন CM?
1 মিনিটে পড়ুন Updated: 12 Jan 2025, 08:55 PM IST১৩ই জানুয়ারি সোনমার্গে টানেলের উদ্বোধন করবেন মোদী।
১৩ই জানুয়ারি সোনমার্গে টানেলের উদ্বোধন করবেন মোদী।
জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লাহ রবিবার প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরকে আহ্বান করেছেন। শ্রীনগর লেহ হাইওয়েতে সোনমার্গে জেড মোরহ টানেল উদ্বোধনে যাবেন মোদী। ওমর আবদুল্লাহ জানিয়েছেন, মানুষ এই টানেলের কাজ কবে শেষ হবে সেই অপেক্ষায় রয়েছেন।
ওমর আবদুল্লাহ জানিয়েছেন, এটা বেশ ভালো। আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব। এই টানেল কবে শেষ হবে তা নিয়ে মানুষ অপেক্ষা করছে। যারা সোনমার্গের কাছাকাছি থাকেন যাদের সড়কপথে কার্গিল অথবা লেহতে যেতে হয়। গুলমার্গে সংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
এদিকে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি সোমবার জেড-মোড় টানেলের উদ্বোধনে কাশ্মীরের সোনমার্গে যাওয়ার জন্য 'অধীর আগ্রহে' অপেক্ষা করছেন।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের সোনমার্গে সুড়ঙ্গপথের উদ্বোধনে আমার সফরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি সঠিকভাবে পর্যটন এবং স্থানীয় অর্থনীতির সুবিধাগুলি নির্দেশ করেছেন। এছাড়াও, বায়বীয় ছবি এবং ভিডিওগুলি পছন্দ করেছি!’ প্রধানমন্ত্রী মোদী এক্স (প্রাক্তন টুইটার) এ একটি পোস্টে বলেছিলেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স-এ পোস্ট করার প্রতিক্রিয়ায় মোদী এই মন্তব্য করেছিলেন, যেখানে তিনি উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোনমার্গে গিয়েছিলেন।