
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাচ্ছে? যাঁদের এখন প্যান কার্ড আছে, তাঁদের কি নতুন করে প্যান কার্ড করতে হবে? কেন্দ্রীয় সরকারের তরফে নয়া ‘প্যান ২.০’ প্রকল্পের ঘোষণা করা হতেই এরকম একগুচ্ছ প্রশ্ন ঘুরপাক পাচ্ছে সাধারণ মানুষের মনে। আর সেই জট কাটাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আওতাধীন ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’-র তরফে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানানো হল। যে প্রশ্নগুলি সাধারণ মানুষের মনে ঘুরছে, সেগুলির উত্তর দেওয়া হল। যাতে সাধারণ মানুষ কোনওভাবে বিভ্রান্ত না হন এবং তাঁদের কোনওরকম হেনস্থার মুখে পড়তে না হয়।
প্রশ্ন: যাঁদের এখন প্যান কার্ড আছে, তাঁদের নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে?
কেন্দ্র: নাও। নয়া ‘প্যান ২.০’ প্রকল্পের আওতায় তাঁদের নয়া প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। প্যান নম্বরও পালটতে হবে না তাঁদের।
প্রশ্ন: পুরনো প্যান কার্ডে কি সংশোধন করা যাবে? কোনও তথ্য আপডেট করা যাবে?
কেন্দ্র: হ্যাঁ। ইতিমধ্যে যাঁদের কাছে প্যান কার্ড আছে, তাঁরা যদি তথ্য সংশোধন করতে যায় বা কোনও তথ্য আপডেট করতে যায় (ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা, নাম, জন্মতারিখের মতো জিনিস) তাঁরা সেটা 'প্যান ২.০' প্রকল্প শুরুর পরে বিনামূল্যে করতে পারবেন। যতক্ষণ না সেই প্রকল্প পুরোপুরি চালু হচ্ছে, ততক্ষণ প্যান কার্ডধারীরা বিনামূল্যে ইমেল আইডি, মোবাইল এবং ঠিকানা পালটাতে পারবেন নীচের লিঙ্কে গিয়ে -
১)
২)
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্যান কার্ডের অন্যান্য তথ্য আপডেট করা বা সংশোধন করার জন্য আপাতত নিকটবর্তী কোনও কেন্দ্রে যেতে হবে। অথবা টাকা দিয়ে সংশোধন করতে হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
প্রশ্ন: যাঁদের এখন প্যান কার্ড আছে, তাঁদের কি কার্ড পরিবর্তন করতে হবে?
কেন্দ্র: না। যদি না কোনও কার্ডধারী নিজের প্যান কার্ডের কোনও তথ্য সংশোধন করতে চান বা পরিবর্তন করতে চান, তাহলে তাঁর কার্ড পরিবর্তন করা হবে না। এখন প্যান কার্ড আছে, সেটা বৈধ থাকবে। অর্থাৎ সেই প্যান কার্ড দিয়েই কাজ করতে পারবেন।
কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যখন সংশ্লিষ্ট প্যান কার্ডধারী তথ্য সংশোধন বা পরিবর্তনের আবেদন করবেন, তখন নয়া কার্ড দেওয়া হবে। অর্থাৎ যখন আবেদন করবেন, সেইমতো নয়া প্যান কার্ড পাওয়া যাবে।
আরও পড়ুন: Joka to Howrah Metro: জোকা থেকে মেট্রোয় হাওড়া! স্বপ্নপূরণের জন্য মার্চেই ‘অ্যাকশনে’ নামবে ২ ‘স্টার’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports