ফের ভারত-পাক সীমান্তে ড্রোনের আনাগোনা। রবিবার রাতে পঞ্জাবের অমৃতসর অঞ্চলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে একটি কোয়াডকপ্টার ড্রোনকে গুলি মেরে মাটিতা নামায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এই সীমান্তে গত দু’দিনে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। এই ঘটনা প্রসঙ্গে বিএসএফ-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘২২ নং ব্যাটালিয়নের বিএসএফ সৈন্যরা রাত ৯টা ১৫ মিনিটের দিকে অমৃতসরের রায়না সীমান্তের আউট পোস্টে একটি অক্টাকপ্টার (৮টি প্রপেলার) গুলি করে। বিএসএফ পাকিস্তান থেকে ড্রোনের অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে দেয়। ড্রোনটির ওজন প্রায় ১২ কেজি।’ জানা গিয়েছে, ওই ড্রোনে করে বিশেষ কিছু সামগ্রী পাচার করা হচ্ছিল। সেই সামগ্রীও উদ্ধার করা হয়েছে। তবে প্যাকেটগুলির ভিতরে কী ছিল, তা এখনও জানা যায়নি। তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন বিএসএফ মুখপাত্র। এর আগে ১৩ অক্টোবরের মাঝরাতে পঞ্জাবের গুরদাসপুরে গুলি করে একটি পাক ড্রোন নামিয়েছিল বিএসএফ। সরকারি হিসেব বলছে, গত বছরের অক্টোবর থেকে এবছর ১৫ জুলাইয়ের মধ্যে, নিরাপত্তা বাহিনী পঞ্জাবে ৩০০ কেজির বেশি হেরোইন, ১.৫৮ কেজি আফিম, ৪৮টি অস্ত্র, ৫৫৩টি গুলি, ৪.৭৫ কেজি সামরিক গ্রেডের আরডিএক্স বিস্ফোরক বহনকারী অন্তত ছয়টি পাকিস্তানি ড্রোন আটক করেছে।প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতের সীমান্তবর্তী এলাকায় ক্রমেই বেড়েছে ড্রোন অনুপ্রবেশের ঘটনা। ধারাবাহিক এই অনুপ্রবেশের ঘটনাগুলির তদন্তে নেমেছে ন্যাশনাল ইনভেস্টিং এজেন্সি। তদন্তকারীদের ধারণা, পাক অধিকৃত কাশ্মীরে যে জঙ্গিরা এই ড্রোন অনুপ্রবেশের নেপথ্যে রয়েছে, তারা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে কাজ করছে। এই ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্র এবং পঞ্জাবে মাদক পাচার করা হচ্ছে।