পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ করে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। আর তাতেই সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন দেশের তামাম বিরোধী রাজনৈতিক দলের নেতা–নেত্রীরা। হামলার ১৫ দিনের মাথায় এমন যোগ্য জবাব দেওয়ায় দেশবাসী এখন আনন্দিত। সিঁদুরের জবাব পাল্টা সিঁদুরে মেঘ দেখিয়ে দিয়েছে ভারত। এই আবহে ‘অপারেশন সিঁদুর’–এর পরই এবার পাকিস্তানের সামরিক বাহিনীর পরিকাঠামোয় সরাসরি আঘাত করা হয়েছে বলে দাবি করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।
এদিকে ভারতীয় সেনাবাহিনীও জানিয়েছে যে, পাকিস্তানের নানা জায়গায় বিমান আক্রমণ প্রতিরোধী র্যাডারের উপর আঘাত করা হয়েছে। লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করা হয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে যে, গতকাল সারা রাত পাকিস্তান ক্ষেপনাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ভারতের উপর আঘাত হানার চেষ্টা করে গিয়েছে। তার জবাবে আজ বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানের সেনা পরিকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে যে এমন জবাব পেতে হবে তা ভাবতে পারেনি পাকিস্তান।
আরও পড়ুন: সিভিল ডিফেন্সের জন্য অত্যাধুনিক ব্যারাক নির্মাণের কাজ শুরু, বিপর্যয় মোকাবিলায় গতি
অন্যদিকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এখন যেন আমাদের মধ্যে কোন বিভেদ না থাকে। সবাই আমরা দেশের পক্ষে।’ আর মঙ্গলবার রাতে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে লাগাতার হামলার পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে ছিলেন যে, পাকিস্তানের কোনও সামরিক পরিকাঠামোয় সেদিন আঘাত করা হয়নি।
তাছাড়া ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিও এককাট্টা হয়েছে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে। তাঁদের স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইতে তাঁরা এক সঙ্গে আছেন। আজ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক ডেকে পরবর্তী সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ আজও তিনি ছিলেন না। গোটা দেশের পরিস্থিতি এখন জটিল হয়ে পড়ছে। এই আবহে অপারেশন সিঁদুরের পরও পাকিস্তানের সেনার পক্ষ থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে লাগাতার গুলি চালাচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের সেনা যদি এই কাজ চালিয়ে যেতে থাকে তাহলে তার উত্তর দেবে ভারতীয় সেনাবাহিনীও। আজকের সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিঁদুর এখনও চলছে।