উত্তর ত্রিপুরার ধর্মনগরের দেওয়াংশ পাশা গ্রামে এক মন্দির উদ্বোধনের সময় চলছিল শিবপুজো। সেই শিবপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছেন ৫১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সদ্য সেখানে গ্রামের একটি বাড়িতে চলছিল, এই মন্দির উদ্বোধন উপলক্ষ্যে চলছিল প্রসাদ বিতরণ। সেখানে চলছিল শিবপুজো। তারই প্রসাদ বিতরণ করা হয়। জানা গিয়েছে, সেই প্রসাদ বিতরণের পরই মৃত্যু হয় ১ জনের।
সদ্য ত্রিপুরার দেওয়ানপাসা গ্রামে এই ঘটনা ঘটে গিয়েছে। সেখানে অরুণ দেবনাথের বাড়িতে এই খাবারে বিষক্রিয়া ঘটে গিয়েছে। পুলিশ জানায়, ১১ জুলাই দেওয়ানপাসা গ্রাম পঞ্চায়েতের অরুণ দেবনাথের বাড়িতে শৈলেন্দ্র এবং অন্যরা শিব মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই সন্ধ্যার পর থেকে শৈলেন্দ্র সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের স্থানীয় কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শৈলেন্দ্রকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় যেখানে তিনি মারা যান। গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। বর্তমানে, এই ৫১ জন ধর্মনগর জেলা হাসপাতাল, সাকাইবাড়ি নার্সিং হোমের পাশাপাশি বনরাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, পুলিশ জানিয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ‘ বর্তমানে, এই ৫১ জন ধর্মনগর জেলা হাসপাতাল, সাকাইবাড়ি নার্সিং হোমের পাশাপাশি বনরাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ ত্রিপুরার 'ফুড সেফটি' দফতরের কর্মীরা তখক্ষণাৎ সেখানে ছুটে গিয়েছেন। যে বাড়িতে এই রান্না চলেছে, এবং যে হাসপাতালে অসুস্থরা ভর্তি রয়েছেন, সেখানে তাঁরা ছুটে গিয়েছেন। তাঁরা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন, আর তা ল্যাবরেটারিতে পরীক্ষার জন্য পাঠাচ্ছেন। জানা গিয়েছে, এলাকায় অরুণ দেবনাথের বাড়িতে এই ঘটনা ঘটে গিয়েছে। প্রসাদে কী ছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।