মাতৃদুগ্ধ মহৌষধি। কিন্তু সেই মায়ের দুধই পায় না বহু শিশু। ভুল ধারণা, সচেতনতার অভাব ইত্যাদির কারণে বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ মুহূর্তেই অপুষ্টির শিকার হয়ে যায় শিশুরা।
সেই কারণেই নতুন মা এবং তাঁর পরিবারের সকলের সচেতনতা বৃদ্ধিতে ও সাহায্যের জন্য চালু হল নতুন ওয়েবসাইট -এ গেলেই সেখানে এ বিষয়ে জানতে পারা যাবে।
ওয়েবসাইটটির নেপথ্যে নিওনাটালজি সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল। রবিবার বিশ্ব স্তন্যপান সপ্তাহের সূচনায় এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। উদ্বোধনের ইভেন্টে ছিলেন সংস্থার সভাপতি চিকিৎসক ডা. অনুপ কে মঙ্গল, সম্পাদক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুমিতা সাহা ও ইউনিসেফের প্রতিনিধি ডা. কনীনিকা মিত্র।
নিওনাটালজি ফোরামের সর্বভারতীয় সভাপতি ডা. রঞ্জন পেজভার বলেন, 'শিশুমৃত্যু ঠেকাতে প্রতি বছর বহু টাকা খরচ করা হয়। কিন্তু জন্মের শুরু থেকে নিয়মিত মাতৃদুগ্ধ পেলেই শিশু হয়ে ওঠে সুস্থ-সবল। তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা।' 'প্রতিটি শপিং মল, রেল স্টেশন ও বিনোদন পার্কে ল্যাকটেশন রুম খোলা উচিত্,' বলেন ডা. পেজভার।
ডা. সুমিতা সাহা বলেন, গ্রামাঞ্চলের মায়েরা শিশুদের নিয়মিত স্তন্যপান করান। কিন্তু শহরাঞ্চলে বহু মাকে দেখা যায় অন্য বিকল্প তুলে দিচ্ছেন শিশুর মুখে। কিন্তু মাতৃদুগ্ধের কোনও বিকল্পই হতে পারে না। নতুন ওয়েবসাইটটিতে হবু মা থেকে নতুন মা, সকলের জন্য স্তন্যপান সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকছে। তাছাড়া বিভিন্ন ভুল ধারণাও ভেঙে যাবে এই ওয়েবসাইট থেকে। থাকছে ব্যাখামূলক ভিডিয়োর লিঙ্কও।