খুব সস্তায় বিক্রি হবে মদ। মদ বিক্রির নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল রাজ্য সরকার। সূত্রের খবর, ১ অক্টোবর থেকে মদের দোকান বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে, অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা ইতিমধ্যেই নতুন এই নীতি অনুমোদন করেছে।
এখন থেকে মদের দোকানগুলি, বেসরকারি হাতেই থাকবে। দোকান খুলে রাখার সময় আরও তিন ঘণ্টা করে বাড়ানো হবে। এছাড়াও, ৯৯ টাকা বা তার থেকেও সস্তায় কিনতে পাওয়া যাবে সুরা। ১৮০ মিলি মদের জন্য সর্বোচ্চ ৯৯ টাকা দাম নির্ধারণ করা হয়েছে৷ রাজ্যের রাজস্ব ২,০০০ কোটি টাকারও বেশি বৃদ্ধি করার লক্ষ্যে এমনই পদক্ষেপ করেছে এই রাজ্যের সরকার।
আরও পড়ুন: (Billionaire Harsh Goenka: ধনকুবের বাস্তব চেনেন না! প্রতিদিন ৬০০ টাকা করে বাঁচাতে বলে ট্রোলের মুখে শিল্পপতি)
অনলাইন লটারির মাধ্যমে বেসরকারি সংস্থাগুলিকে মদের দোকান বরাদ্দ করা হবে। লাইসেন্সের চারটি বিভাগ রয়েছে। ৫০ লক্ষ থেকে ৮৫ লক্ষ টাকা পর্যন্ত লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনায় যাতে কোনোরকম অসুবিধা না হয়, তা মাথায় রেখে মদ বিক্রির জন্য একটি বেসরকারি রিটেইল সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রাজ্যের ৩,৭৩৬ মদের দোকানের মধ্যে ১০ শতাংশ টডি-টপারের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও, তিরুপতি বাদে ১২ জায়গায় প্রিমিয়াম মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে৷
এরই পাশাপাশি আরও বেশ কিছু নতুন উদ্যোগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনগ্রসর শ্রেণীর জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্ধ্র প্রদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয় এবং একটি দক্ষতা ট্রেনিং একাডেমি স্থাপনের পরিকল্পনা করেছে মন্ত্রিসভা।
আরও পড়ুন: (Old Age Pension: ২ কিমি হামাগুড়ি দিয়ে পেনশন তুলতে গেলেন বৃদ্ধা, পঞ্চায়েত আসেনি বাড়িতে)
উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিতে গিয়ে, মন্ত্রী কে পার্থসারথি বলেছেন যে এনডিএ জোট কম দামে ভাল মানের মদ সরবরাহ, নিশ্চিত করার জন্য এই নতুন মদ নীতির প্রতিশ্রুতি দিয়েছে। তিনি দাবি করেন যে আগের সরকার যেভাবে মদ বিক্রি করেছিল তা নিয়ে অনেক সমস্যা ছিল। এখন আর সেই সমস্যার পুনরাবৃত্তি আর হবে না।