
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু'জন মেডিক্যাল পড়ুয়া (MBBS পড়ুয়া)। যারা পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দিয়েছিল। আর অপরজন হল অন্যতম ‘মাস্টারমাইন্ড’ (ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল)। যে আদতে ‘অলরাউন্ডার’ হিসেবে পরিচিত। নিটের প্রশ্নপত্র ফাঁসের মূলহোতাদের যাবতীয় সহায়তা প্রদান করত বলে সিবিআই সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন যে ওই তিনজনকে গ্রেফতার করার ফলে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। মোট ছ'টি মামলায় ওই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে শনিবার তাঁদের জালে ধরা পড়া দুই এমবিবিএস পড়ুয়া আদতে রাজস্থানের ভরতপুরের একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করে। কুমার মঙ্গলম বিষ্ণোই নামে এক ধৃত দ্বিতীয় বর্ষের পড়ুয়া। অপর যে পড়ুয়াকে ধরা হয়েছে, সে প্রথম বর্ষে পড়াশোনা আছে। নাম হল দীপেন্দর শর্মা।
সিবিআই সূত্রে খবর, গত ৫ মে যখন সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয়েছিল, তখন দু'জনেই ঝাড়খণ্ডের হাজারিবাগে ছিল। আর ওই দুই এমবিবিএস পড়ুয়া পঙ্কজ কুমারের চুরি করা প্রশ্নপত্রের উত্তর লিখে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। পঙ্কজ আদতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা।
কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে যে ‘অলরাউন্ডার’-র আসল নাম হল শশীকান্ত পাসওয়াল (শশী ওরফে পাসু)। জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) থেকে বিটেক (ইলেকট্রিকাল) করেছিল। পঙ্কজ এবং রকিদের সঙ্গে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুক্ত ছিল বলে সিবিআই সূত্রে খবর। আধিকারিকদের কথায়, ‘শশীকান্ত পাসওয়ান অলরাউন্ডার ছিল। ও কিংপিনদের সবরকমের সহযোগিতা প্রদান করত।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports