বিধানসভা নির্বাচনে, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি)-এর অসামান্য পারফরম্যান্সের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে মোদীকেও ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা।
একইসঙ্গে, ওমর আবদুল্লা দেশের প্রশাসনিক প্রধানকে দিলেন বিশেষ বার্তা। বোঝালেন জম্মু-কাশ্মীরের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। ওমর মোদীকে মনে করালেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বাধ্যবাধকতাও। নির্বাচনী লড়াইয়ের আবহে এই রাজনৈতিক সৌজন্য বিনিময়ের পালা চলল ভার্চুয়ালি - এক্স হ্যান্ডেলের মাধ্যমে।
প্রধানমন্ত্রী মোদীকে ওমর আবদুল্লার ধন্যবাদ জ্ঞাপন:
মঙ্গলবারের ঐতিহাসিক জয়ের পর ওমর তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে লেখেন, ‘মোদী সাহেব, আপনার অভিনন্দন বার্তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশাবাদী, আগামী দিনে আমাদের মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনেই গঠনমূলক সম্পর্ক থাকবে। যাতে জম্মু-কাশ্মীরের মানুষ ধারাবাহিক উন্নয়ন ও সুপ্রশাসনের মাধ্যমে উপকৃত হয়।’
ওমর আরও বলেন, মানুষ তার রায় ঘোষণা করে দিয়েছে। এবং এর ফলে জম্মু-কাশ্মীরে দীর্ঘ সময় পর ফের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরের দু'টি কেন্দ্র থেকে লড়াই করেছিলেন ওমর আবদুল্লা। এবং দু'টি আসনেই জয়ী হন তিনি।
এর মধ্যে বডগাম আসনে ওমর ১৮,৪৮৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরাজিত করেন পিডিপি নেতা আগা সইদ মুনতাজির মেহদিকে। অন্যদিকে, গন্দেরবল আসনে তিনি জয়ী হন ১০,৫৭৪ ভোটের ব্যবধানে।
এদিন এই দুই আসনে জয়ের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর আবদুল্লা বলেন, 'বহু দিন পর জম্মু-কাশ্মীরে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ তার ঘোষণা করে দিয়েছে।... এখনও কয়েকটি আসনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। তবে, একটি বিষয় অস্বীকার করার আর কোনও অবকাশ নেই। তা হল - মানুষ এনসি-কেই বেছে নিয়েছে।'
এরই সঙ্গে ওমর আরও বলেন, 'যেখানে যে ঘাটতিগুলি ছিল, সেগুলিও আমাদের জোটসঙ্গীরা পূরণ করে দিয়েছে। এখন আমি গন্দেরবলে দাঁড়িয়ে আছি। আমি এখানকার প্রত্যেক ভোটারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে জেতানোর জন্য মানুষকে একটা গোটা দিন অনেক পরিশ্রম করতে হয়েছে। এবার আমি আগামী পাঁচ বছর ধরে তাদের স্বার্থরক্ষায় কাজ করে যাব।'
এদিন জম্মু-কাশ্মীরের নির্বাচনী ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী মোদী তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ওমর আবদুল্লা ও তাঁর দলকে অভিনন্দন জানান। লেখেন, 'জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে অসামান্য ফলের জন্য জেকেএনসিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।'
পরবর্তীতে এই পোস্টের জবাবেই পালটা মোদীকে কৃতজ্ঞতা জানান ওমর আবদুল্লা। বার্তা দেন রাজনৈতিক সৌজন্য এবং যুক্তরাষ্ট্রীয় বাধ্যবাধকতার।