জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাধাল গ্রামে এক অজানা অসুস্থতা ঘিরে ক্রমেই রহস্য বাড়ছে। গত ৭ ডিসেম্বর থেকে ওই গ্রামে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জম্মুতে স্থানীয় এসএমজিএস হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। তারর অবস্থা আশঙ্কাজনক। কী ঘটেছে রাজৌরির এই এলাকায়? কোনও সংক্রমিত রোগ কি ছড়াচ্ছে? এক ঝাঁক প্রশ্ন রয়েছে বাধালের গ্রামে পর পর মৃত্যু ঘিরে।
এই রহস্যময় অসুস্থতার প্রথম ঘটনাটি ঘটে গত ৭ ডিসেম্বর। সেদিন একটি পরিবারের ৭ জন খাওয়া দাওয়ার পর অসুস্থ হন, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। খাওয়া দাওয়া চলছিল একটি গোষ্ঠীমূলক জমায়েতে। এরপরের ঘটনা ১২ ডিসেম্বরের। সেদিন ৯ জনের এক পরিবারের সদস্যরা অসুস্থ হন। মৃত্যু হয় ৩ জনের। তৃতীয় ঘটনাটি ঘটে গত ১২ জানুয়ারি। একই পরিবারের ১০ জন অসুস্থ হন। ৬ শিশুকে ভর্তি করতে হয় হাসপাতালে, তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, সিএসআইআর-আইআইটিআর-র ‘টক্সিকোলজিক্যাল’ বিশ্লেষণ বলছে, একাধিক নমুনায় বিষক্রিয়ার হদিশ মিলেছে।
( Tiger Entered in Purulia: গলায় নেই রেডিওকলার! পুরুলিয়ায় আসা নয়া বাঘ পা দিচ্ছে না ছাগল-শূকরের মাংসের টোপেও, আতঙ্কে এলাকা)
( Mangal Vakri Lucky Rashi: বক্রী মঙ্গল ৫ দিন পর থেকেই বর্ষণ করবেন কৃপা! ধন, সম্পত্তিতে লাভের ফোয়ারা ৩ রাশিতে)