বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তায় ছেয়ে গিয়েছে সবকিছু। গোটা পৃথিবীজুড়ে তোলপাড় ফেলে দিচ্ছে এআই। সবক্ষেত্রেই ক্রমেই এআইয়ের ব্যবহার বেড়েই চলেছে। শিল্প থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু কর্মক্ষেত্রেই নয়, শিক্ষা, গবেষণা এবং পড়ুয়াদের হোমওয়ার্কে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। চ্যাটজিপিটি-এর মতো চ্যাটবট ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, অন্যান্য এআই টুলস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। যা মুশকিল আসান করে দিচ্ছে নিমেষেই। এই অবস্থায় এআইয়ের ব্যবহার নিয়ে বড় কথা বললেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি।
আরও পড়ুন: আমেরিকার AI সাম্রাজ্যে ফাটল ধরাচ্ছে চিন? OpenAI-কে 'হারিয়ে' দিল ‘অজানা’ ডিপসিক
পন্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটি-এর ১২ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন আম্বানি। সেখানে তিনি এআইয়ের ব্যবহার নিয়ে তরুণদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
কী বলেছেন মুকেশ আম্বানি?
কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলতে গিয়ে শিল্পপতি বলেন, ‘আমাদের তরুণ শিক্ষার্থীদের প্রতি আমার একটি উপদেশ আছে। শেখার একটি হাতিয়ার হিসেবে অবশ্যই আপনি এআই ব্যবহার করতে পারেন। কিন্তু, নিজের বিশ্লেষণমূখী চিন্তাভাবনা কখনই ত্যাগ করবেন না। নিজের বুদ্ধিতে এগিয়ে চলুন।’ তাঁর সংযোজন, ‘প্রয়োজনে চ্যাটজিপিটি ব্যবহার করুন। তবে মনে রাখবেন যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নয়, আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়েই অভিজ্ঞ হই। জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করুন।’
উল্লেখ্য, রিলায়েন্স একটি শীর্ষ এআই প্রযুক্তি বিকাশকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ক্ষেত্রে বিনিয়োগ করছে বলে জানা গিয়েছে । রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানি গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করতে চলেছেন। মনে করা হচ্ছে যে এই প্রকল্প ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতাকে ধাক্কা দেবে।বর্তমানে এআই যুদ্ধ আরও তীব্র হয়েছে। চাইনিজ স্টার্টআপ ডিপসিক ৬০ কোটি ডলারে একটি এআই মডেল তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, যা চ্যাজিপিট-এর চ্যাটবটকে রীতিমতো টেক্কা দিচ্ছে। এর পারফরম্যান্স বিশ্বব্যাপী কিছু বড় এআই মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শিল্প এবং এআই বিশেষজ্ঞদের অবাক করেছে।