
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
স্কুলের ভিতর জঙ্গি হানায় আতঙ্কের প্রহল পশ্চিম উগান্ডায়। সেখানে স্কুলে জঙ্গি হানার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। উল্লেখ্য, কঙ্গোর সঙ্গে উগান্ডার সীমান্ত এলাকার মধ্যে এই ঘটনাটি ঘটে গিয়েছে। জানা গিয়েছে, শুধু যে ৩৭ জনের হত্যা, তাই নয়। তার সঙ্গে বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গিয়েছে জঙ্গিরা।
জানা গিয়েছে, আইএস জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে, এমন একটি জঙ্গি গোষ্ঠী উগান্ডায় সন্ত্রাসী হামলা চালিয়েছে স্কুলের ভিতর। এদিকে, উগান্ডার সেনা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখনই দেখা যায়, স্কুলের ভিতর পড়ে রয়েছে সারি সারি মৃতদেহ। আপাতত গোটা উগান্ডা প্রশসানের টার্গেট হচ্ছে, অপহৃতদের উদ্ধার করা। এছাড়াও বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীগুলিকে তছনছ করে দেওয়াই মূল লক্ষ্য, তাদের বলে জানিয়েছে উগান্ডা প্রশাসন। জানা গিয়েছে, ‘অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস’ এর তরফে এই হামলা চালানো হয়েছে স্কুলের ভিতর। কঙ্গো পুলিশ বলছে, ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে এই জঙ্গিরা পালিয়ে গিয়েছে। এদিকে, জঙ্গিদের গুলির জেরে আরও ৮ জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ওই সেকেন্ডারি স্কুলে যেভাবে পড়ুয়াদের টার্গেট করে জঙ্গি হামলা হয়েছে, তাতে নিন্দার ঝড় উঠেছে সেদেশের বিভিন্ন মহল থেকে।
এদিকে, স্থানীয় প্রশাসন মৃতের সংখ্যা ৩৭ জানালেও, স্থানীয় এক নিউজ চ্যানেল জানাচ্ছে, মৃতের সংখ্যা ৪১। এছাড়াও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিউ ভিশন নিউজপেপার বলছে, মৃতের সংখ্যা ৪২। জানা যাচ্ছে, যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ৩৯ জন পড়ুয়া রয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার নারকীয়তা এতটাই ছিল যে, শিশুরা পালাবার সময়, তাদের দিকে তাক করে বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তে রক্তে ভেসে যায় এলাকা। ছোট্ট প্রাণগুলির ধুকপুকানি চোখের নিমেষে স্তব্ধ হয়। জানা যাচ্ছে, যারা এই কাণ্ড ঘটিয়েছে, সেই জঙ্গিদের সংখ্যা ৫। স্কুলের ডরমেটরি থেকে বহু জিনিস তারা লুঠ করে নিয়ে গিয়েছে বলেও খবর। জানা গিয়েছে, বন্দুকধারী যুবকরা স্কুলের ভিতরে ঢুকে দরজা লক করে দিয়েছিল। তারপরই ঘটে ওই ঘটনা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports