
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দু'বছরে ভারতে ২৫,৭০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। মঙ্গলবার বেঙ্গালুরুতে 'মাইক্রোসফট এআই ট্যুর' অনুষ্ঠানে নাদেলা জানান, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিংয়ের দক্ষতা বাড়াতে আগামী দু'বছরে ভারতে তিন বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৫,৭০০ কোটি টাকার মতো) বিনিয়োগ করবেবিশ্বের তথ্যপ্রযুক্তি জায়ান্ট সংস্থা। যা ভারতের 'একক বৃহত্তম সম্প্রসারণ' হবে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ভারতের এক কোটি মানুষকে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সে প্রশিক্ষণ দেওয়া হবে। 'গ্লোবাল স্কিলস ফর সোশ্যাল ইমপ্যাক্ট প্রোগাম'-র আওতায় সেই ADVANTA(I)GE INDIA কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে মাইক্রোসফট। সরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, কর্পোরেট সংস্থা, স্থানীয় সমাজের মতো বিভিন্ন পক্ষের সমন্বয় সাধন করে সেই প্রশিক্ষণ-পর্ব চলবে।
মাইক্রোসফটের সিইও দাবি করেন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের উদ্ভাবনের ক্ষেত্রে ভারত দ্রুত প্রথমসারিতে উঠে আসছে। দেশজুড়ে নয়া সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। পরিকাঠামো এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে মাইক্রোসফট যে যে ঘোষণা করেছে, তাতে সার্বিকভাবে ভারতের মানুষ এবং ভারতীয় সংস্থাগুলি লাভবান হবে বলে দাবি করেছেন মাইক্রোসফটের সিইও।
আরও পড়ুন: AI-কে মানুষ ভাবা বন্ধ করুন, এটি একটি টুল! হঠাৎই বিস্ফোরক মাইক্রোসফটের সিইও
বিশ্বের প্রথমসারির তথ্যপ্রযুক্তি জায়ান্টের তরফে জানানো হয়েছে, নয়া পরিকল্পনার অধীনে নয়া ডেটা সেন্টারও তৈরি করা হবে। আপাতত ভারতে মাইক্রোসফটের তিনটি ‘ডেটা সেন্টার রিজিয়ন’ আছে। ২০২৬ সালের মধ্যে চতুর্থ ‘ডেটা সেন্টার রিজিয়ন’-র উদ্বোধন করা হবে বলে আশাপ্রকাশ করেছে মাইক্রোসফট। যে সংস্থা অ্যাজুরে ব্র্যান্ডের আওতায় ক্লাউড কম্পিউটিং পরিষেবা প্রদান করে থাকে।
নাদেলা বলেছেন, 'ভারতে আমাদের যে যে অঞ্চল আছে, সেটার প্রতিটি নিয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের মধ্য ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ-মধ্য ভারত আছে। জিয়োর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা যে পরিকাঠামো গড়ে তুলেছি, সেটাও আছে। আঞ্চলিক স্তরে আমাদের সম্প্রসারণের অনেক কাজ হচ্ছে।'
আর বেঙ্গালুরুতে সেইসব বিষয়ে জানানোর আগে সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন নাদেলা। সেই সাক্ষাতের মুহূর্তের ছবি পোস্ট করে মাইক্রোসফটের সিইও দাবি করেন, প্রত্যেক ভারতীয় যাতে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সুবিধা ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আর প্রধানমন্ত্রী বলেন, ভারতে মাইক্রোসফটের বিনিয়োগের যে পরিকল্পনা আছে, সেটা শুনে অত্যন্ত আনন্দিত বোধ করছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports