বাংলা নিউজ > ঘরে বাইরে > লন্ডনে ফের জঙ্গি হামলা, এক আততায়ীকে গুলি করল পুলিশ
লন্ডনে ফের জঙ্গি হামলা। দক্ষিণ লন্ডনের স্ট্রিয়াথামে বেশ কয়েকজনকে ছুরি মারে এক ব্যক্তি। গুলি করে তাকে নিরস্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এক টুইটে পুলিশের তরফে সেকথা স্বীকার করা হয়েছে। ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা হিসাবে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তিতে গুলি করে নিরস্ত করেছেন লন্ডন পুলিশের সশস্ত্র আধিকারিকরা। ওই ব্যক্তি ছুরি চালিয়ে বেশ কয়েজনকে আহত করেছেন বলে অনুমান। তবে কোথায় কী ভাবে এই হামলা হয়েছে তার বিস্তারিত এখনো জানা যায়নি।
অসমর্থিত সূত্র থেকে পাওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে স্ট্রিয়াথাম এলাকায় একব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছে সেই ব্যক্তি। গত কালই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে ফের স্বতন্ত্র অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছে ব্রিটেন। তার পর এই ঘটনায় লন্ডন শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পরবর্তী খবর