উত্তরপ্রদেশের বুকে এক গায়ে কাঁটা দেওয়া ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। সেখানে বিয়ের নাম করে এক পুরুষ ডান্সারকে প্রেমের ফাঁদে ফেলেন এক ব্যক্তি। তারপর সেই পুরুষ ডান্সার নিজের লিঙ্গ পরিবর্তন করে মহিলা হিসাবে পরিচিতি পান। এরপর বিয়ে করে কিছুদিন থাকার পরই দেখা যায়, ওই ডান্সারের সমস্ত গয়না , টাকা লুঠ করে পালিয়েছে ওই ব্যক্তি। পুলিশের দ্বারস্থ হন ডান্সার। জানা যায়, সেই অভিযুক্ত ব্যক্তি ইতিমধ্যেই বিবাহিত, তাঁর সন্তানও রয়েছে।অভিযোগের ভিত্তিতে গোরক্ষপুরের গোলা পুলিশ স্টেশনের পুলিশ বাহিনী তৎপরতা নেয়। শুরু হয় তদন্ত। এরপরই ওই প্রতারণার ফাঁদে ফেলা ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগকারীর দাবি, তিনি প্রথমে পুরুষ ছিলেন। পরে প্রেমের ফাঁদে তাঁকে ফেলে দেন এই ব্যক্তি। তারপরই বিয়ে করার নাম করে ওই পুরুষ ডান্সারকে লিঙ্গ পরিবর্তনের কথা বলে ওই অভিযুক্ত। এরপর তা ঘটে। লিঙ্গ পরিবর্তন করেন ওই পুরুষ ডান্সার। এরপর দু'জনে একসঙ্গে এক ছাদের নিচে স্বামী-স্ত্রী হিসাবেও ছিলেন। পরে ওই ব্যক্তি, ওই ডান্সারের সমস্ত টাকা লুঠ করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। উল্লেখ্য, প্রতারণার শিকার ওই ডান্সার একটি ডিজে গ্রুপে কাজ করেন। গোরক্ষপুরের গোলা বাজার এলাকায় তিনি বাসবাস করেন বলে খবর। তাঁর অভিযোগ তাঁকে অন্যায়ভাবে জোর করে লিঙ্গ পরিবর্তন করিয়ে দিয়েছিল ওই ব্যক্তি। এরপরও দুজনের বিয়ে হয়। তাকপর ওই ব্যক্তি নিজের বাড়িতে ওই ডান্সারকে স্ত্রী হিসাবে নিয়ে গেলেই শুরু হয় বিপর্যয়। দুজনের বাদানুবাদ শুরু হয়। পরবর্তীকালে ওই ডান্সারের সমস্ত টাকা লুঠ করে নিয়ে চলে যায় অভিযুক্ত।