স্মার্ট টিভির জন্য দেশের প্রথম অপারেটিং সিস্টেম লঞ্চ করল রিলায়েন্স জিও। মঙ্গলবার এই জিও টেলি ওএস (JioTele OS) চালুর ঘোষণা করা হয়। এই নিয়ে জিওর বক্তব্য, স্মার্ট টিভির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে জিও টেলি ওএস। পাশাপাশি টিভি এবং ওটিটিগুলিকে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবারে। উল্লেখ্য, জিও যে স্মার্ট টিভির জন্যে একটি অপারেটিং সিস্টেম লঞ্চ করতে পারে, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনাই সত্যি হয় মঙ্গলবার। (আরও পড়ুন: প্রকাশিত SSC CHSL 2024'র চূড়ান্ত ফল, রেজাল্টের লিঙ্ক এখানে, জানুন কাটঅফ নম্বর)
আরও পড়ুন: আন্দোলনে BNP, তিস্তা নিয়ে ভারতকে তোপ খালেদা পুত্রের, মাঝখান থেকে চিন বলল...
জিও টেলি ওএস-কে 'পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্ম' হিসাবে অভিহিত করে জিও বলেছে, ভারতীয়দের বিনোদনের অভিজ্ঞতাকে নতুন সংজ্ঞা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এই অপারেটিং সিস্টেম। জিও টেলি ওএস দ্বারা চালিত স্মার্ট টিভি সেটগুলি ২১ ফেব্রুয়ারি থেকে মিলে বাজারে। থমসন, কোডাক, বিপিএল এবং জেভিসির মতো ব্র্যান্ডের সাথে আত্মপ্রকাশ করছে এই অপারেটিং সিস্টেম। জিও দাবি করেছে, ২০২৫ সালে আরও ব্র্যান্ড এই অপারেটিং সিস্টেমকে আপন করে নিতে প্রস্তত। (আরও পড়ুন: এখন পুতিনের হয়েও যেন বয়ান দিচ্ছেন ট্রাম্প, ইউক্রেন যুদ্ধে 'বর্বরতা' নিয়ে বললেন…)
জিও টেলি ওএস-এ কাস্টমাইজেশন, আঞ্চলিক কনটেন্ট এবং ওটিটি, টিভি চ্যানেল এবং ক্লাউড গেমিংয়ের অভিজ্ঞতা আরও ভালো হবে বলে দাবি সংস্থার। জিও টেলি ওএস-এর বৈশিষ্ট্য হল: এআই পাওয়ারড কনটেন্ট রেকমেন্ডেশন, 4k মানের স্ট্রিমিং, ওটিটি, লাইভ টিভি এবং ক্লাউড গেমিংয়ে অ্যাক্সেস, সবকিছুর জন্যে একটিমাত্র রিমোট, রেগুলার সফটওয়্যার আপডেট। (আরও পড়ুন: বাংলায় ২৬-এর ভোট করাবেন তিনি, সুপ্রিম শুনানির আগে দায়িত্ব নিলেন জ্ঞানেশ, বললেন…)