শিশু হোক বা দুঁদে কর্পোরেট কর্তার স্ত্রী। শ্রেয়া ঘোষালের কন্ঠে মাতোয়ারা নন, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাদ নন ইনফোসিসের সুধা মূর্তিও। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সুধা মূর্তি অন্যান্য মহিলাদের সঙ্গে নাচছেন এবং শ্রেয়া ঘোষাল গান করছেন। আরও পড়ুন: Shashi Tharoor: পা মচকে গিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের, কীভাবে হল?
ইনফোসিসের ৪০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এসেছিলেন শ্রেয়া ঘোষাল। সেখানে তিনি মণিরত্নমের 'গুরু' সিনেমার 'বরসো রে' গানটি গাইছিলেন। অন্যরাও তাঁর সঙ্গে গানে যোগ দেন। আর তাতেই নাচে মেতে ওঠেন সুধা মূর্তি। হাত দুলিয়ে রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন শ্রেয়ার গান। তাঁর সেই ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য শ্রেয়াকে দ্রুত কাউকে ফোন দিতেও দেখা গেল।
সুধা মূর্তি একজন লেখিকা এবং সমাজসেবী। ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী তিনি। এর পাশাপাশি তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়িও বটে।
২০০০ সালে সা রে গা মা পা প্রতিযোগিতা থেকে শুরু। সময়ের সঙ্গে গোটা দেশ মজেছে শ্রেয়ার কোকিল কণ্ঠে। আবেগপূর্ণ ভালবাসার গানই হোক, বা আবেদনময়ী আইটেম সং, সমস্ত ক্ষেত্রেই তাঁর সমান বিচরণ। আর তার দৌলতেই তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানিত গায়কদের মধ্যে একজন হয়ে উঠেছেন। আরও পড়ুন: Viral: এই ৫টি Animal Video না দেখলে আপনার ২০২২ সাল বৃথা