শত্রুর ড্রোন কুপোকাত করবে ভারতের শক্তিধর লেজার অস্ত্র। আর সেই অস্ত্রেরই সদ্য পরীক্ষামূলক নীরক্ষণ হয়ে গেল। আর তাতেই সফল ভারত। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এই অস্ত্রের শক্তি যাচাই করে দেখেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানইজেশন বা ডিআরডিও। ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত বলছেন, ‘এটা সবে মাত্র সফরের শুরু।’
এমন অস্ত্র যে কাউকেউ মনে করাতে পারে জর্জ লুকাসের তৈরি বিখ্যাত সিরিজ ‘স্টার ওয়ার্স’। সেখানে যোদ্ধাদের হাত থাকা অস্ত্র থেকে প্রতিনিয়ত আলো বের হত, আর সেই আলোর ঘায়েই কুপোকাত হয় শত্রু শিবির। সিনেমার সেই কল্পনাকে কার্যত টেনে বা স্তবের মাটিতে নামিয়ে দেখিয়ে দিল ভারতের এই অত্যাধুনিক লেজার অস্ত্র। সদ্য এর ট্রায়ালে দেখা গিয়েছে, লেজার বিম হিসাবে ক্ষেপণের পর তার আঘাতে গুঁড়িয়ে যাচ্ছে টার্গেট। ভেহিক্যাল মাউন্টেজ লেজার ডিরেক্টেড ওয়েপন বা (DEW) MK-II(A)এর সফল পরীক্ষা হয়ে গেল অন্ধ্রপ্রদেশের মাটিতে। ডিআরডিও জানাচ্ছে,'ফিক্সড উইং ইউএভি ও সোয়ার্ম ড্রোনে সফলভাবে পরিকাঠামোগত আঘাত হেনেছে এই অস্ত্র। তাদের নজরদারির সেন্সরগুলিও গুঁড়িয়ে দিয়েছে। ডিআরডিও বলছে, 'এই সফল পরীক্ষামূলক পরীক্ষার মাধ্যমে দেশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার DEW সিস্টেমের অধিকারী বিশ্বব্যাপী শক্তিধর দেশগুলির একচেটিয়া ক্লাবে যোগদান করেছে।' ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত বলছেন,'আমি যতটা জানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন এই ক্ষমতা প্রদর্শন করেছে। ইসরায়েলও একই রকম ক্ষমতা নিয়ে কাজ করছে, আমি বলব যে আমরা বিশ্বের চতুর্থ বা পঞ্চম দেশ যারা এই ব্যবস্থা প্রদর্শন করেছে।' তিনি বলছেন,' আমরা বেশ কিছু প্রযুক্তি নিয়ে কাজ করছি যা আমাদের স্টার ওয়ার্সের সক্ষমতা দেবে। আজ যা দেখা গেল তা স্টার ওয়ার্স প্রযুক্তির একটি উপাদান।'
( Mamata on Kalighat Skywalk:'মা কালী যেন আমাদের সঙ্গে থাকেন, আশীর্বাদ করেন',কালীঘাট স্কাইওয়াক নিয়ে কী লিখলেন মমতা?)
৩০ কিলোওয়াট লেজার ভিত্তিক এই অস্ত্রের বিদ্যুৎগতি, নির্ভুল হানা এবং কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর প্রাণঘাতী ক্ষমতা, অস্ত্রটিকে ড্রোন কুপোকাতের অন্যতম সেরা অস্ত্র বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, ব়্যাডারে একবার যদি শত্রু ড্রোন চিহ্নিত করা যায়, তাহলে এই লেজার অস্ত্র দিয়ে তাকে ঘায়েল করতে সময় বেশি লাগছে না বলেও মত অনেকের। সব মিলিয়ে এই অস্ত্রের হাত ধরে চিন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নাম জুড়ে গেল ভারতেরও।