বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই 'জনতা কার্ফু' কার্যকারী সিদ্ধান্ত।
**EDS: TWITTER IMAGE POSTED BY @DELHIAIRPORT ON SUNDAY, MARCH 22, 2020** New Delhi: Screening of passengers being conducted in the wake of deadly coronavirus amid Janta Curfew, at Delhi airport, in New Delhi. (PTI Photo)(PTI22-03-2020_000322B)
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আজ সকাল সাতটা থেকে রাত ন'টা পর্যন্ত দেশবাসীকে 'জনতা কার্ফু' পালনের ডাক দিয়েছিলেন মোদী। কোনও জরুরি পরিষেবা ছাড়া স্বেচ্ছায় গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন তিনি। সেইমতো আজ সকাল থেকেই দেশজুড়ে 'জনতা কার্ফু' পালিত হচ্ছে।