
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের কন্যা। এবার বিরোধী জোটের নামকরণ নিয়ে তিনি বড় প্রশ্ন তুলে দিলেন। তিনি জানিয়েছেন, এই যে বিরোধী জোট তার নাম I.N.D.I.A হওয়ার পেছনে কোনও যুক্তি থাকতে পারে না। কারণ কোনও দল বা কারোর ব্যক্তিগত বিষয়ের থেকে কোনও দেশের অবস্থান অনেক উঁচুতে। জোরালো সওয়াল করেছেন তিনি।
তিনি এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন ইন্ডিয়া নামটা বেশ সৃজনশীলতার পরিচয় দেয়। তবে যদি এই জোট ব্যর্থ হয়, ভেঙে যায় তখন কী হবে? খবরে লেখা হবে ইন্ডিয়া ব্যর্থ, ইন্ডিয়া ভেঙে গেল? একেবারে সময় উপযোগী ও মোক্ষম প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তিনি টুইট করে লিখেছেন, কোনও ভোটের আগের জোট, পার্টি বা নেতার উদ্যোগকে দেশের সঙ্গে একসারিতে ফেলাটা ঠিক নয়। আমাদের দেশ কারোর ব্যক্তিগত উদ্যোগের থেকে অনেক অনেক বড়।
বেঙ্গালুরুতে বিরোধী জোটের মিটিং হয়েছিল। সেখানে এই জোটের নাম দেওয়া হয়েছে I.N.D.I.A…. মানে দেশের নামও INDIA… আবার জোটের নামও I.N.D.I.A। এখানেই প্রশ্ন তুলে দিলেন প্রণবকন্যা।
তবে সূত্রের খবর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই জোটের অন্যতম উদ্যোক্তা। কিন্তু জোটের নাম শুনে ভেঙে পড়েছেন তিনিও। সূত্রের খবর ইতিমধ্য়েই এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এবার কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় এনিয়ে বিরক্তি প্রকাশ করেন।
Indian National Developmental Inclusive Alliance - I.N.D.I.A এই নামটাই বিরোধী জোটের নাম হিসাবে উল্লেখ করা হয়েছে। বেঙ্গালুরুতে দুদিনের মিটিং শেষে মঙ্গলবার এই নামটা উল্লেখ করা হয়েছিল। তবে এই জোটের নামে I.N.D.I.A শব্দটির মধ্যে ডি অক্ষরটি উন্নয়ন নাকি গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই দলীয় নেতৃত্ব এসব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এবার খোদ প্রণব কন্যাই প্রশ্ন তুললেন এই বিরোধী জোটের নামকরণের স্বার্থকতা নিয়ে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports