
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আপনি কি আরটিও অফিসের লম্বা লাইন এড়াতে চান? সেক্ষেত্রে রয়েছে সুখবর। কেন্দ্রীয় সড়ক মন্ত্রক এ বিষয়ে এক নতুন নিয়মের ঘোষণা করেছে।
নয়া নিয়ম অনুযায়ী, বিশেষ গাইডলাইন পাঠানে হয়েছে স্বীকৃত ড্রাইভিং ট্রেনিং সেন্টারগুলিতে। সেখানে ট্রেনিংয়ের পর সেই সেন্টারের পরীক্ষায় পাশ করলেই হবে। আর আলাদা করে আরটিয়ের দফতরে গিয়ে গাড়ি চালিয়ে পরীক্ষা দিতে হবে না।
সিমুলেটর এবং আলাদা টেস্ট ট্র্যাক
এই ধরনের সরকার স্বীকৃত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে আরটিও-র অফিসের মতোই থাকবে সিমুলেটর ও টেস্ট ট্র্যাক। ফলে, মূল পরীক্ষা থেকে খুব বেশি কিছু পার্থক্য হবে না। তাছাড়া মূল ট্রেনিংয়ের কোর্সেও বেশ কিছু পার্থক্য এনেছে কেন্দ্র। আন্তর্জাতিক মানের করা হয়েছে নতুন ট্রেনিং পদ্ধতি। সড়ক দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ। কিন্তু, এক্ষেত্রে আরটিওয়ের পরীক্ষাকেন্দ্রে যে লম্বা লাইন পরে, সেই ভিড়টা এড়ানো যাবে। ট্রেনিং সেন্টারের সংখ্যা আরটিও-র পরীক্ষাকেন্দ্রের তুলনায় বেশি হওয়ায় ভিড়টা বিভিন্ন কেন্দ্রে ভাগ হয়ে যাবে।
কবে থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম?
আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।
কত দিনের জন্য কেন্দ্রের স্বীকৃতি পাবে এই ট্রেনিং সেন্টারগুলি?
মোট ৫ বছরের জন্য অ্যাক্রেডিশন পাবে এই ড্রাইভিং সেন্টারগুলি। এরপর নিয়মমাফিক রিনিউ করতে হবে।
কেমন হবে নতুন ড্রাইভিং ট্রেনিংয়ের কোর্স?
লাইট মোটর ভিহেকল, অর্থাত্ ছোট চার চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে মোট ২৯ ঘণ্টা প্রশিক্ষণের সময়সীমা। মোট ৪ সপ্তাহের মধ্যে ট্রেনিং সম্পূর্ণ করতে হবে। ভারী গাড়ি, অর্থাত্ ট্রাক-লরি চালানোর প্রশিক্ষণের ক্ষেত্রে সময় আরও বেশি। ৬ সপ্তাহ জুড়ে ৩৮ ঘণ্টা ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। দুই ক্ষেত্রেই আরও কড়াভাবে থিওরি ও প্র্যাকটিশ সেশন ভাগ করা হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports