সংখ্যালঘুদের উপর একের পর এক নির্যাতনের অভিযোগ বাংলাদেশে। এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। এবার প্রশ্ন বাংলাদেশ সরকার সেই সংখ্য়ালঘু নির্যাতন কমাতে কতটা আন্তরিক প্রচেষ্টা নিচ্ছে? কতজনকে গ্রেফতার করা হল সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
এবার এনিয়ে মুখ খুললেন মহম্মদ ইউনুসের প্রেস সচিব মহম্মদ শফিকুল আলম। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তিনি জানিয়েছেন, বাংলাদেশে গত ৫ অগস্ট থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সংখ্য়ালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলায় ৭০জন গ্রেফতার হয়েছেন। ঘটনাগুলোর বিষয়ে মামলাও হয়েছে। সেই তালিকাও পুলিশ করছে। এই কারণে মামলা ও গ্রেফতারের সংখ্য়া আরও বাড়বে।জানিয়েছেন বাংলাদেশের প্রেস সচিব।
প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে প্রেস সচিব জানিয়েছেন, সংখ্য়ালঘুদের লক্ষ্য করে কিছু হিংসার ঘটনা হয়েছে। এনিয়ে পুলিশের কাছ থেকে একটা প্রতিবেদন এসেছে। তারা বলছে এসব ঘটনায় মোট ৭০জন গ্রেফতার হয়েছেন। এটা চলমান। ৮৮টি মামলা হয়েছে। এটি অক্টোবর পর্যন্ত। এরপরের যে মামলা সেগুলির তালিকা হচ্ছে। আগামীকাল বুধবার নাগাদ সেই তালিকা পাবেন।…গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। মামলার সংখ্যাও দু একটা বাড়তে পারে। কারণ সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় চট্টগ্রাম, ঢাকার তুরাগ, নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলির প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে। তারা আশা করছে এই সংক্রান্ত তথ্য নিয়মিত দিতে পারবে।