কোভিডে জর্জরিতদেরকে EPFO-র অধীনে একগুচ্ছ সুবিধা দেবে কেন্দ্র, একনজরে তালিকা Updated: 31 May 2021, 10:06 AM IST Abhijit Chowdhury করোনা আবহে জর্জরিত দেশ। এই পরিস্থিতিতে অনের পরিবারই হারিয়েছে তাদের একমাত্র উপার্জনকারী সদস্যকে। সেই সব পরিবারের কথা মাথায় রেখে এবার ইপিএফও (EPFO) এবং ইএসআইসি (ESIC)-এর অধীনে অকগুচ্ছি সুবিধার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।