তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে বায়ু সেনার এই কপ্টার Mi-17V5। মারা গিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সূত্রের খবর সেই কপ্টারেই ছিলেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ব্যক্তিগত দেহরক্ষী সৎপাল রাই। আদতে তিনি ছিলেন দার্জিলিংয়ের বাসিন্দা। তবে দেহ এখনও আসেনি তাঁর দার্জিলিংয়ের বাড়িতে। সূত্রের খবর, অন্তত তাঁর দেহ পেতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিবারকে।হাবিলদার সৎপাল রাইয়ের পুত্র বিকাল রাই জানিয়েছেন, আমি বাবার দেহ সনাক্ত করতে পারিনি। ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পরেই আমি দেহাবশেষ নিয়ে বাড়ি ফিরতে পারব। মনে হচ্ছে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে বিকাল রাই তিনি নিজেও গোর্খা রাইফেলসে রয়েছেন। বাবার দেহাবশেষ নেওয়ার জন্য তিনি দিল্লিতে অপেক্ষা করছেন।এদিকে দার্জিলিংয়ে হাবিলদার সৎপাল রাইয়ের বাড়ির সামনে এখন শুধুই শোকের আবহ। পাহাড়ে হারিয়েছে তার বীর সন্তানকে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অনেকেই তাঁর বাড়ির সামনে হাজির হচ্ছেন। দার্জিলিংয়ে জেলা সৈনিক বোর্ডের প্রাক্তন সম্পাদক কর্ণেল কেশব রাই জানিয়েছেন, আমি দিল্লির কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি দেহ সনাক্তকরণের পরে তা সেনার বিমানে বাগডোগরায় আনা হবে। এরপর ব্যাঙডুবি মিলিটারি স্টেশনে শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর তাঁর গ্রামের বাড়িতে দেহ আনা হবে।