বৃহস্পতিবার রাতে হাম্পির কাছে সানাপুর লেকের ধারে গণধর্ষণের শিকার হলেন এক ইজরায়েলি পর্যটক। এদিকে স্থানীয় এক হোমস্টে পরিচালকও গণধর্ষণের শিকার হয়েছেন সেখানেই। এই দুই মহিলা খালি আকাশে তারা দেখতে গিয়েছিলেন সেখানে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাদের সঙ্গে তিনজন পুরুষ পর্যটক ছিলেন, যাদের মধ্যে একজন মার্কিন যুক্তরাষ্ট্র ও দুজন ভারতীয়। রাত ১১টা নাগাদ তাদের ওপর হামলা হয়েছিল। ঘটনায় এক পুরুষ পর্যটকের মৃত্যু হয়েছে। (আরও পড়ুন: ভারতের ইলিশ পাঠাতে না চাওয়া বাংলাদেশি উপদেষ্টার প্রতিষ্ঠানে হামলা)
আরও পড়ুন: ৯০ মিটার লম্বা ৬৫০ টন ভারী টানেল বোরিং মেশিন এল কলকাতায়, পাড়ি দিল ১৬৫৩ কিমি পথ
অভিযোগ, রাতে তিন বাইকআরোহী সানাপুর লেকের ধারে এসে পেট্রোল পাম্পের খোঁজ নেয় পর্যটকদের থেকে। এরপর তাদের কাছ থেকে ১০০ টাকা চায় সেই তিনজন। তবে পর্যটকরা ১০০ টাকা দিতে অস্বীকার করে। এই সময় সেই বাইকআরোহীরা হিংস্র হয়ে যায়। পর্যটকদের হেনস্থা শুরু করে সেই ৩ বাইকআরোহী। অভিযোগ, পর্যটক দলে থাকা পুরুষদের লেকে ফেলে দেয় বাইকআরোহীরা। এরপর যৌন নির্যাতন শুরু করে দুই মহিলার ওপর। অভিযুক্তরা কন্নড় এবং তেলুগু ভাষায় কথা বলছিল। এদিকে সেই পর্যটক দলে থাকা দুই পুরুষ ড্যানিয়েল (মার্কিন নাগরিক), পঙ্কজ (মহারাষ্ট্রের বাসিন্দা) পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে। এদিকে দলে থাকা বিভাস (ওড়িশার বাসিন্দা) নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় জল থেকে। (আরও পড়ুন: দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিংয়ে ত্রুটি, পরপর দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন)
আরও পড়ুন: ৪৭ শতাংশের লাফ! কোভিডের পরে বাংলায় ক্রমেই বেড়েছে ভুয়ো ওষুধের রমরমা
এদিকে নির্যাতিতারা বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি নিশ্চিত করেছেন যে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গণধর্ষণ, ডাকাতি এবং হত্যার চেষ্টার অভিযোগ সহ একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিক বলেন, 'আমরা অভিযুক্তদের সন্ধানের জন্য ছয়টি বিশেষ দল গঠন করেছি। মহিলার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত পুরোদমে চলছে।' এদিকে বিভাসের খোঁজে দমকল আধিকারিক ও পুলিশের ডগ স্কোয়াডের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়। তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। (আরও পড়ুন: বাসের মেয়াদ নিয়ে মন্ত্রী বলছেন এক কথা, হাইকোর্টে সরকারি আইনজীবীর মুখে 'অন্য কথা')
আরও পড়ুন: আসতে চলেছে বড় পরিবর্তন? শুধু আধার নয়, এবার রেশন কার্ডের সঙ্গে জুড়তে পারে...
আরও পড়ুন: ভারত বিদ্বেষী হিজবুতের বিরুদ্ধে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোপ ইউনুস সরকারকেও
এদিকে ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ সাইট হাম্পিতে পর্যটকদের ওপর এই ধরনের হামলার ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ ঠেকাতে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় ও সমাজকর্মীরা।