
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতের নয়া মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নাম ঘোষণা করা হল। আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শুরু হবে। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত সেই পদে থাকবেন তিনি। অর্থাৎ আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন করানোর দায়িত্ব থাকছে তাঁর কাঁধেই। তবে তাঁর প্রথম বড় চ্যালেঞ্জ হবে বিহার বিধানসভা নির্বাচন। যা চলতি বছরের শেষের দিকে হবে। তারপর আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের সময়ও তিনি দায়িত্বে থাকবেন। তারপর একাধিক বিধানসভা নির্বাচন হবে তাঁর নেতৃত্বে। কিন্তু আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই দায়িত্বভার গ্রহণ করবেন নয়া মুখ্য নির্বাচন কমিশনার।
১) ১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার হলেন জ্ঞানেশ। যিনি আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কাজ করেছেন। ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদের যে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেটার খসড়া তৈরির ক্ষেত্রে জ্ঞানেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
২) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিবের (কাশ্মীর ডিভিশন) দায়িত্বও সামলেছিলেন।
৩) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলেন। তারপর পড়াশোনা করেছিলেন বিজনেস ফিনান্স নিয়েও।
৪) দীর্ঘদিন কেরল সরকারের হয়ে কাজ করেছিলেন। এর্নাকুলামের অ্যাসিসট্যান্ট কালেক্টর, আদুরের সাব-কালেক্টর, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য কেরল রাজ্য উন্নয়ন পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর, কোচিন পুরনিগমের পুর কমিশনারের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন।
৫) ভারত সরকারের হয়েও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন।
৬) নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের ক্ষেত্রে যে নয়া আইন আনা হয়েছে, সেটার আওতায় নিযুক্ত প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। তিনি ভারতের ২৬ তম মুখ্য নির্বাচন কমিশনার।
তারইমধ্যে নির্বাচন কমিশনার হিসেবে বিবেক জোশীকে নিয়োগ করা হয়েছে। যিনি ১৯৮৯ ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইএএস অফিসার। গত বছর তাঁকে হরিয়ানার মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল। সোমবার গভীর রাতের দিকে জানানো হয়েছে, যেদিন থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, সেদিন থেকেই তাঁর কার্যকালের মেয়াদ শুরু হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports