বিয়ের আসর বা বউভাতের অনুষ্ঠানে, বরযাত্রী অথবা কনেযাত্রী শোভাযাত্রা করে যাওয়ার সময় আকাশের দিকে বন্দুক তাগ করে গুলি ছোড়ার ঘটনা উত্তরপ্রদেশ-সহ ভারতের নানা প্রান্তে ঘটতে দেখা যায়। যা সমালোচনাও হয় বিস্তর।
এবার প্রায় একই ধরনের সমালোচনা এবং আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। তবে, এক্ষেত্রে শূন্যে গুলি ছোড়া বা তার জেরে কোনও দুর্ঘটনা ঘটেনি। বরং, ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষের লক্ষ্মীলাভ হয়েছে!
ভাবছেন তো এমনটা কীভাবে ঘটল? তাহলে বলি শুনুন। দাবি করা হচ্ছে, কোনও একটি বিয়ের অনুষ্ঠানে আগত অতিথি, অভ্যাগতরা নাকি আনন্দের চোটে লক্ষ-লক্ষ টাকা উড়িয়েছেন!
সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে - একটি বাড়ির বারান্দা ও ছাদে কিছু ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। এবং তাঁরা কাঁড়ি কাঁড়ি নোট বের করে উপর থেকে নীচে ছুড়ে দিচ্ছেন!
নীচে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছে অসংখ্য মানুষ। এমনকী, সেই ভিড়ে ঘোড়ার পিঠে বসা বর বাবাজিও রয়েছেন! দাবি করা হচ্ছে, এইভাবে নাকি ২০ লক্ষ টাকা হাওয়ায় ওড়ানো হয়েছে (হিন্দুস্তান টাইমস বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)!
এই ভাইরাল ভিডিয়ো নিয়ে আরও দাবি করা হয়েছে, যাঁরা এভাবে ১০০, ২০০, এমনকী ৫০০ টাকার নোট হাওয়ায় উড়িয়েছেন, তাঁরা সকলেই সংশ্লিষ্ট বিয়ের অনুষ্ঠানে আসা অতিথি!
সূত্রের দাবি, এভাবে টাকা ওড়ানোর খবর চাউর হতেই সেখানে ছুটে আসেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। তাঁরা যে যত পরিমাণে পেরেছেন, সেই টাকা তুলে নিজেদের পকেটে পুরেছেন।
বলা হচ্ছে, যাঁদের বিয়ে উপলক্ষে এভাবে টাকা ওড়ানো হয়েছে, তাঁরা হলেন - উত্তরপ্রদেশের বাসিন্দা। আর টাকা ওড়ানোর ঘটনাটি ঘটেছে সিদ্ধার্থ নগরে।
এদিকে, সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেট নাগরিকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তাঁদের অনেকেই বলেছেন, এভাবে অর্থের অপচয় না করে তা দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা উচিত।
এক ইন্টারনেট ইউজার যেমন লিখেছেন - 'ভাই, এই টাকা গরিবদের মধ্যে দান করে দিন।'
আরও একজনের মত হল - 'এই পরিমাণ টাকায় অন্তত চারটি দরিদ্র মেয়ের বিয়ের আয়োজন করা যেত।
কেউ কেউ আবার এ নিয়ে রীতিমতো ঠাট্টা, তামাশা শুরু করেছেন। তাঁরা বলছেন - অবিলম্বে আয়কর বিভাগের ফোন করে ঘটনা সম্পর্কে তাদের অবহিত করা হোক।