পঞ্জাবের জলন্ধরে কাংনিওয়াল গ্রামে উদ্ধার হল পাকিস্তানি ড্রোনের অংশ। সেখানে বহু গাড়ি পাক ড্রোন হামলায় হয়েছে ক্ষতিগ্রস্ত। ক্ষতির মুখে পড়েছে জম্মুর রজৌরি। জানা গিয়েছে, রজৌরির পুরো শহর টার্গেটে রয়েছে পাকিস্তানের। এরই মাঝে ৩ জনের আহত হওয়ার খবর আসছে। শ্রীনগরেও পাকিস্তানের সঙ্গে তুঙ্গে সংঘাত চলছে ভারতের, বলে খবর।
এদিকে, এই অবস্থার মাঝে পহেলগাঁওয়ের জঙ্গি হানার তীব্র নিন্দা করেছে জি৭। জি ৭র তরফে এক বিবৃতিতে পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, ‘আমরা, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের G7 বিদেশমন্ত্রীরা এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি, ২২শে এপ্রিল পাহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।’ বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তান উভয় পক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করা উচিত। আরও সামরিক উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। আমরা উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি বলেন,'আমরা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং দ্রুত এবং স্থায়ী কূটনৈতিক সমাধানের জন্য আমাদের সমর্থন প্রকাশ করছি।'
( ভারতীয় ‘ড্রোন ইন্টারসেপ্ট করা হয়নি কারণ..’ পাক প্রতিরক্ষামন্ত্রীর আরও এক আজব মন্তব্য খবরে!)
( শনিদেবের এক চালেই ভাগ্যে রকেট গতিতে উন্নতি ৫ রাশির! লাকিরা কী কী পাবেন?)
( পাকিস্তানের দাবি ভারতের বিরুদ্ধে পাক সেনা ব্যবহার করেছে চিনা জেট! এদিকে ‘বন্ধু’ বেজিং বলছে…)
( ভারতকে তাক করে ফতেহ মিসাইল চার্জ পাকিস্তানের! গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, সীমান্তে তুঙ্গে উত্তেজনা)
( ভারতের জবাবি হানায় কুঁকড়ে গেল পাকিস্তান! সাময়িক বন্ধ পাক আকাশপথ, দিল্লি এয়ারপোর্ট স্বাভাবিক ছন্দে)
এদিকে, জানা গিয়েছে, শ্রীনগরে, রজৌরিতে ব্যপকভাবে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে শনিবারের সকালে। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, রজৌরিতে ব্যাপক হামলা হয়েছে পাকিস্তানের তরফে। এরই মাঝে পঞ্জাবের জলন্ধরে যেভাবে পাকিস্তান হামলা করেছে নিরস্ত্র নাগরিকদের ওপর, তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জম্মুর আ শম্ভু মন্দিরেও এক হামলা হয়েছে বলে খবর। এরই মাঝে বিয়াসের রিয়াসির সালাল বাঁধ খুলে দেওয়া হয়েছে। সেখানের ৫ গেট খুলে দেওয়া হয়েছে। বেশ কিছু রিপোর্ট বলছে, জম্মুর রজৌরি শহর সম্পূর্ণ হামলার মুখে পড়ে। জলন্ধরের গ্রামে উদ্ধার হয়েছে পাকিস্তানি ড্রোন। সেখানের বহু বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্ক ফেটেছে বলে খবর।