ছিল রুমাল, গেল বেড়াল। সুকুমার রায়ের দৌলতে এমন কাণ্ডের বিষয়ে সকলেই শুনেছেন। কিন্তু, এবার একটু অন্যরকম একটি ঘটনা হল। ছিল চিকেন। হয়ে গেল তোয়ালে!না, হেঁয়ালি করছি না। এমনই ঘটেছে ফিলিপিন্সের এক মহিলার সঙ্গে। নামি চেইন সংস্থার থেকে ফ্রায়েড চিকেন অনলাইনে অর্ডার করেছিলেন ওই মহিলা। নির্দিষ্ট সময়ে ডেলিভারিও আসে।খাবার আসতেই খেতে বসেন মহিলা ও তাঁর ছেলে। গরম গরম মুচমুচে চিকেন ভাজায় কামড় বসাবেন, এমন সময়েই লাগল খটকা। একটি পিস দেখেই সন্দেহ হয় তাঁর।পিসটির উপরের ব্যাটারের আস্তরন সরাতেই দেখা যায় ভিতরে চিকেনের বদলে আস্ত একটি তোয়ালে।সঙ্গে সঙ্গে ভিডিয়ো করেন ওই মহিলা। আর সেই ভিডিয়ো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিয়ো। অনেকেই সোশ্যাল মিডিয়ায় রেস্তোরাঁর নিন্দা করেছেন। পাশাপাশি সেটি সম্ভবত রান্না করা শেফের হ্যান্ড টাওয়েল বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। দ্রুত কাজ করতে গিয়ে হাত ফসকে হয় তো ব্যাটারে টাওয়েল পড়ে গিয়েছিল। তার থেকেই সম্ভবত এই বিপত্তি।এ বিষয়ে রেস্তোরাঁর তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।