
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার স্বার্থে একটি সর্বভারতীয় বিচারব্যবস্থা অত্যন্ত জরুরি। যেখানে জাতীয়স্তরে বিচার বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া বর্তমান থাকবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) এমনই মন্তব্য করতে শোনা যায় ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে।
এদিন ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বার্ষিক অনুষ্ঠানে যোগদান করেন প্রাক্তন প্রধান বিচারপতি। সেখানেই বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সিজেআই বলেন, 'আমরা এক অতি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে চলেছি। আর যদি বিচার বিভাগীয় সংস্কারের কথা বলা হয়, তাহলে বলতে হবে - গত শতাব্দীর ছয় কিংবা সাতের দশকে ভারত যা ছিল, তার তুলনায় আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আমরা যদি আমাদের দেশকে পরবর্তী স্তর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে বিচার বিভাগীয় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, নাগরিকের অধিকার রক্ষা করার জন্য আইনের শাসন ও দক্ষ বিচারব্যবস্থা থাকা খুবই জরুরি। এবং তা বাণিজ্যের অগ্রগতির জন্যও দরকার।'
চন্দ্রচূড় আরও বলেন, 'দুই দিক দিয়েই যদি দেখা যায়, তাহলে দেখা যাবে, একজন বিনিয়োগকারী স্বচ্ছতা, নির্দিষ্ট লক্ষ্য এবং ফলাফলের নিশ্চয়তা পেতে চান। কিন্তু, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় বিচারক বা বিচারপতিদের সংখ্যা খুবই কম। আমাদের আরও বিচারক বা বিচারপতি দরকার। দ্বিতীয়ত, সারা ভারতজুড়েই একেবারে জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্ট - সর্বত্রই আমাদের পরিকাঠামো উন্নত করতে হবে। এবং ভারতীয় বিচারব্যবস্থায় যেখানে যত শূন্য পদ রয়েছে, সেগুলি পূরণ করতে হবে।'
আর এই প্রেক্ষিতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন প্রাক্তন প্রধান বিচারপতি। এবং তার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, 'আমরা কি সর্বভারতীয় বিচারব্যবস্থা গড়ে তুলতে পারি? আমি মনে করি, বর্তমানে প্রেক্ষাপটে এটা খুবই জরুরি। আজ, রাজ্য সরকারগুলি বলছে যে আমাদের একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। এবং তারা এটা নিয়ে চিন্তিত যে একটি ভারতীয় বিচারব্যবস্থা আদতে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিতে পারে।'
এই প্রেক্ষাপটেই চন্দ্রচূড় উল্লেখ করেন, যদিও জেলাস্তরের বিচারব্যবস্থায় নিয়োগের বিষয়টি রাজ্য়ের এক্তিয়ারভুক্ত, তবুও যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার স্বার্থে একটি ভারসাম্য থাকা দরকার।
তিনি বলেন, 'সারা ভারতের নিয়োগের ক্ষেত্রে আপনার কাছে একটিই পরীক্ষা ব্যবস্থাপনা থাকা উচিত। যাতে দেশের মধ্যে সেরাদেরই আপনি পেতে পারেন। তামিলনাড়ু থেকে আসা কেউ একজন ওডিশায় যেতে পারেন। আবার, ওডিশা থেকে কেউ মেঘালয়েও যেতে পারেন। এবং এভাবেই এটা চলতে পারে। এতে একটি দেশ হিসাবে ভারতের অখণ্ডতা উপস্থাপিত করার উপ-উদ্দেশ্যও পূর্ণ হবে। সর্বভারতীয়স্তরে একটি নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষা নেওয়া যেতে পারে। এবং মেধাতালিকার নিরিখে নিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে প্রত্যেক রাজ্যের জন্যই সংরক্ষণ নির্দিষ্ট থাকবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports