
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রাকেশ ঝুনঝুনওয়ালা বিনিয়োগ করছেন মানে নিশ্চয়ই কোনও কারণ আছে। এমনটাই মনে করেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। সাম্প্রতিক অতীতে নতুন কোন কোন শেয়ারে বিনিয়োগ করেছেন ভারতের ওয়ারেন বুফেট?
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল, ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স এবং কানাড়া ব্যাঙ্কে বিনিয়োগ করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। এর মধ্যে ইন্ডিয়া বুলস হাউজিং ফিনান্সের শেয়ার দর হ্রাস পেয়েছে। তবে শীঘ্রই তা বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের।
অন্যদিকে কানাড়া ব্যাঙ্কের শেয়ার বেশ ভাল পারফর্ম করবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কমেছে ব্যাঙ্কটির এনপিএ। তাছাড়া সফল ব্যাঙ্ক সংযুক্তিকরণ হয়েছে। ফলে ব্যাঙ্ক মার্জার নিয়ে আগের সেই আশঙ্কার পরিবেশও নেই। তার সুপ্রভাব পড়বে শেয়ার বাজারে, মত অনেকেরই।
চয়েস ব্রোকিং সংস্থার প্রধান সুমিত বগদিয়ার মতে, এই মুহূর্তে কানাড়া ব্যাঙ্কের শেয়ার কেনা যেতে পারে। বিক্রির টার্গেট দর রাখা উচিত্ ১৬৫-১৭৫ টাকা। অন্যদিকে ১৪০ টাকার নিচে দাম নেমে গেলেই তা বেচে দেওয়া যেতে পারে। তবে ১৭৫ পেরিয়ে একবার উঠতে শুরু করলে, শেয়ার ধরে রেখে ঝুঁকি নিয়েও দেখা যেতে পারে। কমতে শুরু করলে তখন আবার বেচে দেওয়া যাবে। বর্তমানে কানাড়া ব্যাঙ্কের শেয়ার দর ১৫৯.৩০ টাকা। কানাড়া ব্যাঙ্কের ২,৮৮,৫০,০০০টি কোম্পানি শেয়ার কিনেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। এটি মোট কোম্পানি শেয়ারের ১.৫৯ শতাংশ।
৳7,777 IPL 2025 Sports Bonus