Exit Poll Results 2024 Highlights: মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি! অধিকাংশ বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলল। কয়েকটি এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সবমিলিয়ে আপাতত মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি হলেও উদ্ধব ঠাকরেদের পুরোপুরি খরচের খাতায় ধরে ফেললে চলবে না। অন্যদিকে, ঝাড়খণ্ড নিয়ে দ্বিধাবিভক্ত এক্সিট পোলও। আর শেষপর্যন্ত কোনটা ঠিক হয়, সেটা জানার জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনা হতে চলেছে।
মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ BJP জোটের! ঝাড়খণ্ড নিয়ে ‘কনফিউশন’ বুথফেরত সমীক্ষায়
মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি! অধিকাংশ বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলল। কয়েকটি এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সবমিলিয়ে আপাতত মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি হলেও উদ্ধব ঠাকরেদের পুরোপুরি খরচের খাতায় ধরে ফেললে চলবে না। অন্যদিকে, ঝাড়খণ্ড নিয়ে দ্বিধাবিভক্ত এক্সিট পোলও। আর শেষপর্যন্ত কোনটা ঠিক হয়, সেটা জানার জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনা হতে চলেছে।
Jharkhand Exit Poll Results 2024 LIVE: ঝাড়খণ্ডের বুথফেরত সমীক্ষার হাইলাইটস
Jharkhand Election Result Prediction: ঝাড়খণ্ডে কার রাজ? ধন্দে এক্সিট পোলও! ২০১৯ সালের নির্বাচনে ‘মন’ বুঝতে পেরেছিল? (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে)
Maharashtra Exit Poll Results 2024 LIVE: মহারাষ্ট্রের বুথফেরত সমীক্ষার হাইলাইটস
মহারাষ্ট্রে পদ্ম থাকছেই, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়, ২০১৯ সালে ভোটের ফলাফল মিলেছিল? - (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে) ১) মহায্যুতি: বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)। ২) মহা বিকাশ আঘাড়ি: কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) এবং এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী)।
Jharkhand Exit Poll Results 2024 LIVE: ঝাড়খণ্ডে হারবে BJP জোট! ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গতবারের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতা ধরে রাখবে ইন্ডিয়া জোট। ৫৩টি আসনে জিততে পারে ইন্ডিয়া জোট। এনডিএ জোটের আসন সংখ্যা ২৫-এ ঠেকতে পারে।
Exit Poll Results 2024 Live Updates: মহারাষ্ট্রের ‘রাজা’ BJP জোট! ঝাড়খণ্ডেও বিদায় কংগ্রেস, ইঙ্গিত এক্সিট পোলে
মহারাষ্ট্রের ‘রাজা’ থাকছে মহায্যুতি। যে জোটে আছে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)। আর ঝাড়খণ্ডে বিদায় নিচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের সরকার। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত দেওয়া হল।
Jharkhand Exit Poll Results 2024 LIVE: ঝাড়খণ্ডের বুথফেরত সমীক্ষায় কোন জোট এগিয়ে আছে?
ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি জোট ৪২-৪৭টি আসন পেতে পারে। ২৫-৩০টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। একটি থেকে চারটি আসন অন্যান্যরা পেতে পারে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে)
Jharkhand Exit Poll Results 2024 LIVE: ঝাড়খণ্ডে INDIA জোট হারবে? ক্ষমতায় BJP?
পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপির জোট ৪২-৪৮টি আসনে জিততে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৬-২৩টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ৮-১৪টি আসনে। আজসু দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে। বিধানসভা ভোটে বিজেপি ও আজসুর জোট আছে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট আছে।
Maharashtra Exit Poll Results 2024 LIVE: মহায্যুতি বনাম মহা বিকাশ আঘাড়ি- জোর লড়াইয়ের ইঙ্গিত সমীক্ষায়
ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষায় অবশ্য মহারাষ্ট্রে অবশ্য ভালোমতো লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী, ১৫০-১৭০টি আসনে জিততে পারে মহায্যুতি। মহা বিকাশ আঘাড়ি জিততে পারে ১১০-১৩০টি আসনে। আর অন্যান্যরা ৮-১০টি আসনে জিততে পারে।
Maharashtra Exit Poll Results 2024 LIVE: হাসতে-হাসতে মহারাষ্ট্রে জিতবে BJP জোট, ইঙ্গিত এক্সিট পোলে
মহারাষ্ট্রের প্রথম বুথফেরত সমীক্ষার ফলাফল সামনে এল। পিপলস পালসের সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হল যে মহায্যুতি (বিজেপি. শিবসেনা এবং এনসিপি) ১৮২টি আসনে জিততে পারে। মহা বিকাশ আঘাড়ি (কংগ্রেস, শিবসেনা, এনসিপি) জিততে পারে ৯৭টি আসনে।
Exit Poll Results 2024 LIVE: কখন এক্সিট পোল দেখানো হবে?
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ পর্ব মিটে গেলে তবেই এক্সিট পোলের বিষয়ে কোনও ঘোষণা করা যাবে। মোটামুটি সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ থেকে এক্সিট পোলের ফলাফল আসতে শুরু করবে।
Exit Poll Results 2024 LIVE: শনিবার ভোটগণনা হবে
আগামী শনিবার (২৩ নভেম্বর) মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। সেদিন ভোটগণনা হবে। সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যে উপ-নির্বাচন হয়েছে, সেগুলিরও গণনা হবে শনিবার। যে তালিকায় আছে পশ্চিমবঙ্গের ছ'টি বিধানসভা আসনও - সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া।
Exit Poll Results 2024 LIVE: মহারাষ্ট্রকে ‘হারিয়ে দিল’ ঝাড়খণ্ড, একটু পরেই এক্সিট পোল
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ। ঝাড়খণ্ডে ৬৭.৬ শতাংশ ভোট পড়েছে। দুই রাজ্যেই ভোটগ্রহণ-পর্ব প্রায় শেষের দিকে। কিছুক্ষণ পরেই এক্সিট পোলের ফলাফল সামনে আসবে।
Jharkhand Exit Poll Results 2024 LIVE: হিমন্ত নাকি হেমন্ত? কে বাজিমাত করবেন ঝাড়খণ্ডে?
হেমন্ত সোরেন বনাম হিমন্ত বিশ্বশর্মা- এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দুই নেতা দুই জোটের মুখে হয়ে দাঁড়িয়েছিলেন। আর সেই সংঘাতে শেষপর্যন্ত কে বাজিমাত করবেন? সেটার আভাস মিলবে আজ। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের লাইভ আপডেট দেখুন এখানে।
Jharkhand Exit Poll Results 2024 LIVE: দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডের কোন কোন আসনে ভোট?
রাজমহল, বরহৈত, বোরিও, লিটিপাড়া, পাকুড়, মহেশপুর, সিকারিপাড়া, নালা, জামতাড়া, দুমকা, জামা, জারমুণ্ডি, মধপুর, সরত, দেওঘর, পোরেয়াহাট, গোড্ডা, মহাগামা, রামগড়, মাণ্ডু, ধানওয়ার, বাগোদার, জামুয়া, গাণ্ড্যে, গিরিডি, দুমরি, গোমিয়া, বারমো, বোকামো, চন্দনকিয়ারি, সিন্দ্রি, নিরসা, ধানবাদ, ঝারিয়া, টুণ্ডি, বাঘমারা, সিল্লি, খিজরি।
Jharkhand Exit Poll Results 2024 LIVE: প্রথম দফায় ঝাড়খণ্ডের কোন কোন আসনে ভোট ছিল?
কোডার্মা, বরকাট্টা, বরহি, বরকাগাওঁ, হাজারিবাগ, সিমারিয়া, ছাতরা, বহরাগোরা, ঘাটশিলা, পটকা, জুগসলাই, জামশেদপুর পূর্ব, জামশেদপুর পশ্চিম, ইচ্ছাগড়, সরাইকেল্লা, চাইবাসা, মাজগাঁও, জগনাথপুর, চক্রধরপুর, খরসাওয়ান, তামার, তোরপা, খুন্তি, রাঁচি, হাতিয়া, কাঙ্কে, মন্দার, সিসাই, গুমলা, বিষুণপুর, সিমডেগা, কোলেবিরা, লোহারডাঙা, মণিকা, লাতেহার, পাঙ্কি, ডালটনগঞ্জ, বিশ্রামপুর, ছাত্তারপুর, হুসেনাবাদ, গারওয়া এবং ভবনাথপুর।
Exit Poll Results 2024 LIVE: ১ দফায় ভোট মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে ২ দফায়
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হয়েছে দুটি দফায়। প্রথম দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় দফায় ৩৮টি আসনে ভোটগ্রহণ চলছে। মহারাষ্ট্রে অবশ্য একটি দফায় ভোটগ্রহণ হচ্ছে। একইসঙ্গে ২৮৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। দুই রাজ্যেই ফলাফল আগামী ২৩ নভেম্বর।
Exit Poll Results 2024 LIVE: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার কত?
মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৮৮। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১৪৫। যে দল বা জোট এককভাবে ১৪৫-র গণ্ডি ছুঁয়ে ফেলবে, সেই দল বা জোট সরকার গঠন করবে। অন্যদিকে, ঝাড়খণ্ডে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৮১। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৪১।
Exit Poll LIVE: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কার সরকার? একটু পরেই আভাস দেবে এক্সিট পোল
Exit Poll Results 2024 Live Updates: মহারাষ্ট্র দখল করবে কে? ঝাড়খণ্ডে কে বাজিমাত করবে? আগামী শনিবার (২৩ নভেম্বর) চূড়ান্ত ফলাফল সামনে আসার আগে আজ দুই রাজ্যের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা থেকে সেই আভাস মিলতে পারে। এক্সিট পোলে যে আভাস দেওয়া হয়, সেটা যে একেবারে ধ্রুবসত্য হবে, তার কোনও মানে নেই। মাসকয়েক আগেই হরিয়ানার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এক্সিট পোল যে আভাস দিয়েছিল, তা পালটে গিয়েছিল ইভিএম খোলার পরে। তাও এক্সিট পোলের ফলাফল থেকে প্রাথমিকভাবে আভাস পাওয়ার চেষ্টা করেন সকলেই। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় কে এগিয়ে থাকল? তার লাইভ আপডেট দেখে নিন।