উদ্ধব ঠাকরের পায়ের তলা থেকে জমি সরিয়ে দিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছে বালাসাহেবের পুত্রকে সরিয়ে। এবার ঠাকরেদের থেকে শিবসেনাও ছিনিয়ে নিয়েছেন। এবং বালাসাহের তৈরি দলের প্রধান হিসেবে এবার অভিষেক ঘটল থানে জেলার দোর্দণ্ড প্রতাপশালী নেতা একনাথ শিন্ডের। মঙ্গলবার মুম্বইয়ে শিবসেনা সাংসদ, বিধায়ক এবং দলীর পদাধিকারীদের সভায় সর্বসম্মত ভাবে দলীয় প্রধান নির্বাচিত হয়েছেন শিন্ডে। দলনেতা নির্বাচিত হওয়ার পরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেন, এবার থেকে রাজ্যের চাকরির ৮০ শতাংশ সংরক্ষিত থাকবে মারাঠিদের জন্য। আর এসবের মাঝেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উদ্ধব ঠাকরেরা। শিবসেনা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় মামলা করেছেন বালাসাহেব পুত্র। উদ্ধবের দাবি, শিবসেনার ওপর একনাথ শিন্ডে গোষ্ঠীর কোনও অধিকার নেই। তাই এখনই যেন তাঁরা শিবসেনার সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নিজেদের অধিকার না দেখাতে পারে। সেই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। তবে এরই মাঝে উদ্ধবকে সরিয়ে শিবসেনার 'পক্ষ প্রমুখ' হলেন একনাথ। (আরও পড়ুন: 'সরকারি কর্মীরা ভালো থাকলে...', ডিএ আন্দোলনের মাঝেই বড় বার্তা মমতার)