আদালতের শুনানি এবারে ক্যামেরাবন্দি করার ক্ষেত্রে খসড়া বিধি চূড়ান্ত করে ফেলল সুপ্রিম কোর্টের ই-কমিটি।এই ব্যাপারে অন্যান্য রাজ্যের হাই কোর্টের মতামত জানতে চাওয়া হয়েছে।সেই মতামত চলে এলেই এই ব্যাপারে নতুন নিয়ম চালু করবে আদালত।এর ফলে কোর্টরুমে আদালতের শুনানি ক্যামেরাবন্দি করতে আর কোনও অসুবিধা হবে না।সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কমিটি এই বিষয়ে দেশের ২৪টি হাইকোর্টের কাছে এই বিষয়ে নিজেদের মতামত জানতে চেয়েছে।আগামী ৩০ জুনের মধ্যে সেই মতামত জানাতে হবে।সুপ্রিম কোর্টের ই-কমিটির তৈরি করা খসড়া বিধির ওপর যদি কোনও মতামত থাকে, তাহলে তা রাজ্যের বিভিন্ন হাইকোর্ট জানাতে পারে।চিঠিতে বিচারপতি উল্লেখ করেছেন, সংবিধানের ২১ নম্বর ধারার অধিকারবলে আদালতের শুনানি লাইভ দেখানোর অধিকারও রয়েছে।বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টের ই-কমিটি আদালতে লাইভ শুনানি প্রক্রিয়াকে বিশেষ অগ্রাধিকারের দিয়ে দেখছে।সাধারণ মানুষ, সাংবাদিক, নাগরিক সমাজ, আইনের শিক্ষানবীশের কথা ভেবে লাইভ শুনানি প্রক্রিয়া চালু করা প্রয়োজন।২০১৮ সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে জানায়, বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে আদালতকক্ষের বাইরে মামলার শুনানি সম্প্রচারের ব্যবস্থা করা খুবই দরকার।তিন বছর আগে এই রায়ের পর থেকে এই ব্যাপারে আদালতের উদ্যোগ তেমনভাবে লক্ষ্য করা যায়নি।এবার এই বিষয়ে যখন খসড়া বিধি তৈরি হয়েই গিয়েছে তখন এই কথা বলা যেতেই পারে যে আদালত চত্বরে ক্যামেরার প্রবেশ এখন শুধুই সময়ের অপেক্ষা।সুপ্রিম কোর্টের তরফে যে লাইভ শুনানির কথা বলা হচ্ছে, সেটা খসড়া বিধি অনুযায়ী বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য।বিবাহ সংক্রান্ত মামলা, যৌন হেনস্থা সংক্রান্ত মামলা বা জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে এই লাইভ শুনানি প্রক্রিয়া প্রযোজ্য নাও হতে পারে।পাশাপাশি হাই কোর্টের ক্ষেত্রেও কিছু স্বাধীনতা দেওয়া থাকবে, কোন মামলাগুলিকে আদালত লাইভ শুনানি করাতে চায় আবার কোনটিকে করাতে চায় না।খসড়া বিধিতে এই কথাও বলা আছে, লাইভ শুনানি প্রক্রিয়া চলার সময়ে একটি রিমোর্ট কন্ট্রোল ডিভাইসও বিচারপতিদের দেওয়া থাকবে যার মাধ্যমে বিচারপতি যে কোনও সময়ে লাইভ শুনানি প্রক্রিয়া বন্ধ করে দিতে পারেন।