আজ (২৬ জুন) কর্মীদের পেনশন স্কিম (EPS)-এর অধীনে উচ্চতর পেনশনের জন্য আবেদন করার শেষ দিন। ফলে EPF সদস্যরা যদি এদিনের সময়সীমা মিস করেন, সেক্ষেত্রে তাঁরা উচ্চতর পেনশনের জন্য আবেদন করার সুযোগ হারিয়ে ফেলবেন। আরও পড়ুন: বিনামূল্যে আধারে বদল থেকে বেশি EPS পেনশন পাওয়ার প্রক্রিয়া, জুনেই করতে হবে এই কাজ
)।
৩) ইপিএফও অফিসারের তরফে জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানি যাচাই করে দেখবে।
৪) যদি সব তথ্য সঠিক থাকে, তাহলে যাবতীয় বকেয়া হিসাব করা হবে। বকেয়া প্রদানের জন্য একটি নির্দেশিকা জারি করা হবে।
৫) যদি তথ্যের ক্ষেত্রে কোনও গরমিল থাকে, তাহলে তা সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মচারীকে জানিয়ে দেবে ইপিএফও। সেই তথ্যের গরমিল শুধরে নেওয়ার জন্য এক মাস দেওয়া হবে। আরও পড়ুন: 'দেশে কী চলছে?' ভারতে ফিরে নড্ডার কাছে হাল-হকিকত জানতে চাইলেন মোদী
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )