কর্ণাটক বিধানসভা নির্বাচন ঘিরে তেতে উঠেছে সেরাজ্যের রাজনীতি। আসন্ন ভোটের আগে কন্নড়ভূমে প্রচার পারদ তুঙ্গে। তারই মাঝে, বিজেপি শিবিরের দিকে টার্গেট করে মল্লিকার্জুন খাড়গের ‘বিষাক্ত’ মন্তব্য নিয়ে বেজায় তোলপাড় হয়েছে। বিজেপির দাবি, মল্লিকার্জুন, নরেন্দ্র মোদীকে ‘বিষাক্ত’ বলেছেন, অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি তিনি কোনও ব্যক্তিকে নির্দিষ্ট করে কিছু বলেননি। তারই মাঝে বিজেপির বিধায়ক বসনগৌড়া সনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে উল্লেখ করলেন।
কংগ্রেসের 'বিষাক্ত সাপ' মন্তব্যের পর এবার বিজেপির ‘বিষকন্যা’ মন্তব্য। মন্তব্য আর পাল্টা মন্তব্যের ঝড়ে সরগরম কর্ণাটক বিধানসবা নির্বাচন। সদ্য এক প্রচার অভিযানে বিজেপির কর্ণাটকের বিধায়ক বসনগৌড়া বলেন,'গোটা বিশ্ব গ্রহণ করেছে প্রধানমন্ত্রী মোদীকে। একটা সময় আমেরিকা তাঁকে ভিসা দিতে চায়নি। পরে তারা রেড কার্পেট বিছিয়ে দিয়েছে মোদীকে স্বাগত জানাতে। আর এখন তারা (কংগ্রেস) তাঁকে বিষাক্ত কোবরা সাপের সঙ্গে তুলনা করছেন, যে বিষ ছড়াতে পারে। সনিয়া গান্ধী কি বিষকন্যা?' এরপর একধাপ এগিয়ে কর্ণাটকের ওই বিধায়ক বলেন, ‘তিনি (সনিয়া) পাকিস্তান ও চিনের সঙ্গে কাজ করেছেন এজেন্ট হিসাবে’।
( ‘আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী করেছেন’, বক্তব্য সুনাকের শাশুড়ি সুধার)
( ‘মোদীকে নিয়ে নয়’! ‘বিষধর’ মন্তব্যে বিতর্কের ঝড় উঠতেই ‘দুঃখ প্রকাশ' খাড়গের)
কর্ণাটকের ইয়াতনালের কোপ্পালে বিজেপির এক সভা মঞ্চ থেকে এই কথা বলেন বিজেপি বিধায়ক। তাঁর মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে। প্রসঙ্গত, সদ্য মল্লিকার্জুন খাড়গের 'বিষাক্ত' মন্তব্যের পর তিনি সাফ জানান যে, তিনি কোনও ব্যক্তিকে আঘাত করতে চাননি। শুধু বোঝাতে চেয়েছেন যে আরএসএস ও বিজেপির আদর্শ তাঁদের থেকে আলাদা, আর আরএসএস-বিজেপির আদর্শ বিষাক্ত। তবে যে সভা থেকে তিনি এই মন্তব্য করেছেন, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে,'মোদী একটি বিষধর সাপের মতো। যদি মনে করেন এটি বিষ কি না, আর তা চেটে ফেলেন, তাহলে আপনি মৃত।' এদিকে, সদ্য ২০১৯ সালে কর্ণাটকে রাহুল গান্ধীর এক মন্তব্যের নিরিখে তাঁর বিরুদ্ধে ওঠে ফৌজদারি মানহানি মামলা। সেই মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল। মোদী পদবী নিয়ে মন্তব্যের সেই মামলার ২ বছরের কারাবাস হয় তাঁর। যার জেরে তিনি খোয়ান সাংসদ পদ, সাংসদের বাংলো। এরপর মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ও তারপর বসনগৌড়রার মন্তব্যে রাজনৈতিক আঙিনায় ঝড়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক