Bank Balance Check using Aadhaar: স্মার্টফোন, ইন্টারনেট ছাড়া আধার ব্যবহার করে করা যাবে ব্যাঙ্কের এই কাজ, জানুন পদ্ধতি Updated: 04 Sep 2022, 02:47 PM IST Abhijit Chowdhury আধার কার্ড সংক্রান্ত একটি একটি নতুন উদ্যোগ নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধার কার্ড ধারকরা এবার বাড়িতে বসেই নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন ইন্টারনেট ব্যবহার না করেই।