ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ পিঠ দেখাবে না, বরং বুক দেখাবে। আজ এমনই মন্তব্য করলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী। বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে অংশ নিতে আজ চট্টগ্রামের সাতকানিয়ায় গিয়েছিলেন জাহাঙ্গির আলম। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে ভারতের সীমান্তে 'বিজিবির বুক দেখানো' মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। কী পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন, বা তাঁর এই মন্তব্যের নেপথ্যে কোন ইঙ্গিত আছে, তা অবশ্য স্পষ্ট নয়। এরই সঙ্গে তিনি বলেন, ভারতীয় সংবাদাধ্যমের 'প্রচার' নিয়ে পালটা প্রচার করতে হবে। (আরও পড়ুন: বছর শেষে ফের বিপ্লবের আঁচে ফুটছে ঢাকা, এরই মাঝে ভারতীয় হাইকমিশনে মহম্মদ ইউনুস)
আরও পড়ুন: 'ওর কম্পিউটার…', OpenAI-এর 'পর্দা ফাঁস' করা বালাজির মৃত্যু নিয়ে বিস্ফোরক বাবা-মা
এদিকে আজ চট্টগ্রামে দাঁড়িয়ে মায়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর কথায়, 'মায়ানমার সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। আরাকান আর্মি নিয়ে কোনও আশঙ্কার কারণ নেই। পরিস্থিতির কারণে বন্ধু শত্রু হয়ে যায় আবার শত্রু বন্ধু হয়ে যায়। করণীয় নিয়ে সরকার সজাগ আছে। এ নিয়ে আলোচনা চলছে।' (আরও পড়ুন: জানুয়ারিতেই ইয়েমেনে ফাঁসি হতে পারে কেরলের নার্স নিমিশা প্রিয়ার! ভারত সরকার বলল…)
আরও পড়ুন: ২১ দিনের যাত্রায় ৩ ছাগল খাওয়া জিনাত ছুঁচ্ছে না মাংস, এখন কী খাচ্ছে সে?
উল্লেখ্য, গত জুলাই মাস থেকেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল। তবে গত ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে পরিস্থিতি শান্ত হবে বলে আশা করেছিলেন অনেকেই। তবে এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সেই দেশে। বরং দিনকে দিন যেন অরাজকতা বেড়েই চলেছে। আর তার আঁচ এসে পড়ছে এপারেও। (আরও পড়ুন: কবে 'টেক মল' হিসেবে আত্মপ্রকাশ ঘটছে 'দ্য স্টেটসম্যান হাউজের'? সামনে নয়া আপডেট)
আরও পড়ুন: বাংলাদেশে একরাতে বদলাল পরিস্থিতি! 'দেশি-বিদেশি ষড়যন্ত্র…', সামনে বিস্ফোরক দাবি
এদিকে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিবার্ষিক মহাপরিচালক পর্যায়ের বৈঠক হওয়ার কথা আছে নয়াদিল্লিতে। তবে সেই বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে দাবি করা হল রিপোর্টে। এই আবহে চলতি বছরে আর সেই বৈঠক হয়নি। ৫ অগস্টে বাংলাদেশের ক্ষমতা বদলের পর এটাই এই পর্যায়ের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। এই কারণে বিএসএফ-বিজিবি উচ্চপর্যায়ের বৈঠকটি তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রসঙ্গত, গত মাসেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে ডিসেম্বরেও দুই পক্ষের বৈঠকের সম্ভাবনা ক্ষীণ। এই বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় ভারতীয় আধিকারিক হিন্দুস্তান টাইমসকে বলেন, 'বৈঠকের নয়া তারিখ এখনও ঠিক হয়নি। গত মাসে বৈঠক পিছিয়ে দেওয়ার পর ডিসেম্বরে পারস্পরিক সমঝোতার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি।' (আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে UPI, FD থেকে পেনশনের নিয়মে পরিবর্তন! সঙ্গে বাড়বে গাড়ির দামও)
আরও পড়ুন: এবারে কত শতাংশ হারে বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ? বছর শেষে সামনে এল যে তথ্য…
এদিকে সেই ভারতীয় আধিকারিক আরও বলেন, 'সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে সমস্যা হয়েছে, তবে এটি সামান্য বিষয়। যেসব বিষয়ের সমাধান সম্ভব হয়নি, সেগুলো দুই বাহিনীর বৈঠকে উত্থাপন করা হবে। সীমান্তে দুই বাহিনীর মধ্য পর্যায়ের আধিকারিকদের নিয়মিত বৈঠক হচ্ছে। তাই আমরা মনে করি উচ্চ পর্যায়ের বৈঠক কিছুটা পিছিয়ে গেলেও তা কোনও ইস্যু নয়।' জানা গিয়েছে, বিএসএফ-কে মোটরবোট চালাতে সাহায্য করা কয়েকজন অসামরিক ব্যক্তি ভুলবশত বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেই ঘটনায় পাঁচ ভারতীয়কে সশস্ত্র অপরাধী হিসেবে গ্রেফতার করা হয় বাংলাদেশে। এই নিয়ে দুই পক্ষের অচলাবস্থা জারি আছে। এদিকে সীমান্তের কয়েকটি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণেও আপত্তি জানায় বিজিবি সদস্যরা।