Haridwar Bajrang Dal: কলেজে ইফতার পার্টি! তুমুল প্রতিবাদে বজরং দল, হরিদ্বারে হট্টগোল
1 মিনিটে পড়ুন Updated: 08 Mar 2025, 10:00 PM ISTহরিদ্বারের ঋষিকুল আয়ুর্বেদিক কলেজে মুসলিম পড়ুয়াদের ইফতার পার্টির আয়োজন করায় বিক্ষোভ দেখান বজরং দলের কর্মীরা
হরিদ্বারের ঋষিকুল আয়ুর্বেদিক কলেজে মুসলিম পড়ুয়াদের ইফতার পার্টির আয়োজন করায় বিক্ষোভ দেখান বজরং দলের কর্মীরা
শনিবার উত্তরাখণ্ডের হরিদ্বারের ঋষিকুল আয়ুর্বেদিক কলেজে মুসলিম ছাত্রদের একাংশ ইফতার পার্টির আয়োজন করে এবং বহিরাগতদের সেখানে আমন্ত্রণ জানানো হয় বলে খবর। এদিকে সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বজরং দলের কর্মীরা। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ দক্ষিণপন্থী সংগঠন কর্মীদের সঙ্গে কথা বলেছে। তিন দিনের মধ্যে এই বিষয়ে কোনও পদক্ষেপ না নিলে আরও ‘আক্রমণাত্মক আন্দোলন’ করার হুঁশিয়ারি দিয়েছে বজরং দল। শুক্রবার কয়েকজন মুসলিম ছাত্র কলেজ ক্যাম্পাসে একটি ইফতার পার্টির আয়োজন করেছিল বলে জানা গেছে। বজরং দলের নেতা বলেন, ঋষিকুল আয়ুর্বেদিক কলেজের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পণ্ডিত মহামানা মদন মোহন মালব্য প্রতিষ্ঠিত ঋষিকুল বিদ্যাপীঠের অধীনে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। বজরং দলের পদাধিকারী অমিত কুমার বলেন, সারা দেশ থেকে শিক্ষার্থীরা এখানে চিকিৎসা শিক্ষা নিতে আসেন। হরিদ্বারে অহিন্দুদের দ্বারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ম অনুসারে নিষিদ্ধ বলে দাবি করেছেন ওই বজরং নেতা। তিনি বলেন, 'ইসলামিক জিহাদের অধীনে ধর্মীয় শহরে ষড়যন্ত্র করা হচ্ছে। ম্যানেজমেন্ট যদি তিন দিনের মধ্যে দোষী ছাত্রদের বহিষ্কারের উদ্যোগ না নেয়, তাহলে বজরং দল আন্দোলনে যেতে বাধ্য হবে।