
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৮ বছর বয়সী এক তরুণীকে জাপটে ধরে জোর করে চুমু খাওয়ার অভিযোগ উঠেছিল এক অটো চালকের বিরুদ্ধে। অটো দাঁড় করিয়ে তিনি এই কাণ্ড ঘটান বলে অভিযোগ। তবে পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি এখনও। পুনের ঘটনা।
গোটা ঘটনা নিয়ে এফআইআর করেছেন ওই তরুণী। তিনি লিখেছেন, বিকেল ৫টা নাগাদ আমি অটোতে উঠেছিলাম। রাস্তায় ওই অটো চালক তাকে স্পর্শ করে। এরপর তার হাতও ধরা হয়। তিনি প্রতিবাদ করলে অটো চালক রাস্তার ধারে অটোটিকে দাঁড় করান। এরপর জোর করে তাকে চেপে ধরে চুমু খান। এরপর তরুণী অটো থেকে নেমে পালানোর চেষ্টা করেন। সেই সময় অটো চালক তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে একটি নম্বর সেভ করে দেন। সেটিতে তিনি শচিন লেখেন। তবে কি ওই অটো চালকের নামই শচিন?
এরপর ওই তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্থা, অপরাধমূলক কাজ করার অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অটোচালকের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
তবে এই চুমু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অতীতে খুনোখুনির ঘটনাও রয়েছে।
সম্প্রতি এনিয়ে ভয়াবহ ঘটনা হয়েছিল গাজিয়াবাদে। স্কুটিতে বসে মহিলাকে চুমু খাচ্ছিলেন মণীশ কুমার নামে এক যুবক। এনিয়ে আপত্তি করেছিলেন বিরাট মিশ্র নামে অপর এক যুবক। তারপরেই মণীশ তার বন্ধুদের নিয়ে এসে বিরাটকে বেধড়ক মারধর শুরু করে। তার জেরেই মৃত্যু হয় বিরাটের।
বিরাট মিশ্র নামে ওই ব্য়ক্তি সাহিদাবাদ সবজি মার্কেটে হিসাব রক্ষকের কাজ করতেন। সকালের দিকে তিনি এই কাজ করতেন। সন্ধ্যায় তিনি জিমের ট্রেনার হিসাবে কাজ করতেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ঘটনাটি ঠিক কী হয়েছিল?
সূত্রের খবর, মণীশ কুমার নামে এক যুবক এক মহিলার সঙ্গে স্কুটিতে যাচ্ছিলেন। তারা স্কুটিতে বসেই চুমু খাচ্ছিলেন। এনিয়ে আপত্তি জানিয়েছিলেন বিরাট। তিনি জানিয়েছিলেন এখানে অনেক মানুষ থাকেন। এগুলো করবে না।
প্রত্যক্ষদর্শী বান্টি কুমার এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন মণীশ কুমার এক মহিলাকে স্কুটিতে বসিয়ে চুমু খাচ্ছিলেন। এনিয়ে বিরাট মিশ্র আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটি রেসিডেন্সিয়াল এলাকা। আপনি অন্য কোথাও যান। এরপরই মণীশ তার আরও সঙ্গীদের নিয়ে আসে। এরপর শুরু হয় মারধর। লাঠি, ইঁট দিয়ে বিরাটকে তারা আক্রমণ করা শুরু করে। এরপর বান্টি বাঁচানোর চেষ্টা করে। তখন তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports