পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্য়াকের ক্ষত এখনও সারেনি। তার মধ্য়ে ফের হামলা। এবার পাকিস্তানের তুরবত এলাকায় চিন-পাকিস্তান ইকোনমিক রুটে পাকিস্তানের সেনা কনভয়ে হামলা। শনিবার সকালে এই হামলা হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। রিপোর্ট জানা গিয়েছে, একেবারে ভয়াবহ হামলা হয়েছে। তবে কতটা ক্ষতি হয়েছে তা স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
তবে সূত্রের খবর, কনভয়ে থাকা কয়েকজন সেনা আহত হয়েছেন। এদিকে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে এই হামলার পেছনে বালুচিস্তান লিবারেশন আর্মির হাত থাকতে পারে।
বালুচিস্তান পোস্টের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এনিয়ে ২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা। এর আগে হারনাই এলাকায় বোম্ব ডিজপোজাল স্কোয়াডকে টার্গেট করা হয়েছিল। তারা রেললাইন পরিষ্কার করার কাজ করছিলেন।
কার্যত একের পর এক হামলা। এর আগে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালোচ বিদ্রোহীরা। একেবারে হাড়হিম করা ঘটনা। একেবারে শরীরে বোমা বেঁধে যাত্রীদের পাশে বসেছিল বিদ্রোহীরা। ট্রেনের প্রচুর যাত্রীকে তারা পণবন্দি করে ফেলেছিল। কিছু বুঝে ওঠার আগেই তারা এই কাণ্ড করেছিল।
শুক্রবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজজিরিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলা হয়েছিল। প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেই হামলারও দায়ও কেউ স্বীকার করেনি। তবে একের পর এক হামলার জেরে আতঙ্ক ক্রমশ ছড়াচ্ছে।