NEW DELHI : শনিবার মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আপ নেত্রী অতিশী তাঁর সরকারে ১৩টি পোর্টফোলিও নিজের কাছে রাখলেন।
বিগত অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারেও তিনি এই পোর্টফোলিওগুলি সামলেছিলেন।
অতিশী জাতীয় রাজধানীর তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী (বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিতের পরে) এবং এই পদটির সর্বকনিষ্ঠ অধিকারী। দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী, তিনি খুব সংক্ষিপ্ত মেয়াদে থাকবেন কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে এই কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, কালকাজির বিধায়কের নেতৃত্বে মন্ত্রিসভায় রয়েছেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গেহলট, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াত।
দিল্লি আবগারী নীতি মামলায় সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার দু'দিন পরে রবিবার আপ সুপ্রিমো ঘোষণা করেছিলেন যে তিনি '৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন' এবং নির্বাচনের পরে জনগণের কাছ থেকে 'সততার শংসাপত্র' পাওয়ার পরেই এই পদটি গ্রহণ করবেন।
মঙ্গলবারই অতিশীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পর কেজরিওয়াল পদত্যাগপত্র জমা দেন।
এবার অতিশীর হাতে যে সমস্ত দফতরগুলি থাকছে তার মধ্য়ে অন্যতম হল শিক্ষা, অর্থনীতি, শক্তিসম্পদ, জল, পূর্ত দফতর সহ অন্যান্য দফতর। আর সৌরভ ভরদ্বাজের কাছে থাকছে আটটি দফতর। তার মধ্যে উল্লেখযোগ্য় হল স্বাস্থ্য, আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্য়াল ওয়েলফেয়ার। গোপাল রাইয়ের হাতে থাকছে তিনটি বিভাগ। তার মধ্য়ে অন্যতম হল পরিবেশ। কৈলাশ গেহলটের হাতে থাকছে চারটি বিভাগের দায়িত্ব। তার মধ্য়ে অন্যতম হল পরিবহণ। ইমরান হুসেনের কাছে থাকছে খাদ্য সরবরাহ ও নির্বাচন সংক্রান্ত দফতর। মুকেশ আহলাওয়াতের হাতে থাকছে এসসি এসটি দফতর। সেই সঙ্গে শ্রম দফতরও তাঁর কাছেই থাকছে।