বাংলা নিউজ > ঘরে বাইরে > Trains Cancelled on 3rd February: আজ দেশে বাতিল ৩০৯ ট্রেন, মাথায় হাত বর্ধমান, শান্তিনিকেতন, দিল্লির যাত্রীদের
পরবর্তী খবর
Trains Cancelled on 3rd February: আজ দেশে বাতিল ৩০৯ ট্রেন, মাথায় হাত বর্ধমান, শান্তিনিকেতন, দিল্লির যাত্রীদের
1 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2023, 09:01 AM ISTAyan Das
Trains Cancelled on 3rd February: আজ দেশজুড়ে ৩০৯ টি এক্সপ্রেস, লোকাল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেল। বাতিলের তালিকায় হাওড়া-বর্ধমান শাখার (মেন এবং কর্ড লাইন) একাধিক লোকাল ট্রেনও আছে।
শুক্রবার দেশজুড়ে ৩০৯ টি ট্রেন বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস - শুক্রবার পশ্চিমবঙ্গে একগুচ্ছ ট্রেন বাতিল করা হল। বাতিলের তালিকায় হাওড়া-বর্ধমান শাখার (মেন এবং কর্ড লাইন) একাধিক লোকাল ট্রেনও আছে। সবমিলিয়ে আজ দেশজুড়ে ৩০৯ টি এক্সপ্রেস, লোকাল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেল।
হাওড়া থেকে ও হাওড়াগামী কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, তা কীভাবে দেখবেন?
১) 'National Train Enquiry System - Indian Railways' বা 'NTES' লিখে সার্চ করতে হবে। ক্লিক করতে হবে 'NTES'-তে।
২) পেজের ডানদিকে 'Exceptional Trains' আছে। 'Exceptional Trains' ক্লিক করতে হবে। তাতে একটি ড্রপ-ডাউন বক্স দেখা যাবে। সেই বক্স থেকে ‘Cancelled Trains’-এ ক্লিক করতে হবে।