দেশে করোনা স্রোত নিয়ে গত কয়েক মাসে খানিকটা হলেও গ্রাফ স্বস্তির দিকে ছিল। ওমিক্রন নির্ভর তৃতীয় স্রোতের আশঙ্কার ভারত একাধিক বন্দোবস্ত নিয়েছিল। আশঙ্কা ছিল জানুয়ারির শেষে সম্ভবত দৈনিক আক্রান্ত ৮০০০ ছাড়িয়ে যাবে। তবে তা হয়নি। ধীরে ধীরে দেশে নেমেছে কোভিড গ্রাফ। তবে সদ্য উত্তরপ্রদেশে কোভিডের প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। যা উদ্বেগ বাড়িয়েছে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের।
২০২১ সালে ডেল্টার দাপটে কোভিডের দ্বিতীয় স্রোতে সারা দেশের সঙ্গে বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয় উত্তরপ্রদেশে। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা। বর্তমানে উত্তরপ্রদেশে শেষ ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ১১৫। মোট আক্রান্ত ৬৯৫। টেস্ট হয়েছে ৮৩ হাজার জনের। শেষ ২৪ ঘণ্টায় সেখানে গাজিয়াবাদ থেকে ২০ জন আক্রান্ত হন, ৬৫ জন গৌতমবুদ্ধ নগরে, ১০ জন লখনউতে আক্রান্ত হয়েছেন কোভিডে। এরপরই কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সাফ জানিয়েছেন, লখনউ সহ ৬ টি এনসিআর জেলায় মাস্ক পরা বাধ্যতামূলক। গৌতমবুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মেরঠ, বুলন্দশহর, বাগপাট সহ রাজধানী লখনউতে জনবহুল এলাকায় বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। এছাড়াও এই এলাকায় যাঁদের কোভিড টিকাকরণ হয়নি, তাঁদের টিকা দেওয়ার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-ভিন ধর্মে বাম নেতার বিয়ে নিয়ে CPIM নেতার মন্তব্য-বিতর্কের পর নয়া বিপাকে দম্পতি