প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বই নিষিদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠল অ্যামাজনের বিরুদ্ধে। লেখক সৌরভ দত্তের দাবি, অ্যামাজনের তরফে দাবি করা হয়েছে যে মোদীকে নিয়ে তিনি যে বই প্রকাশ করেছিলেন, তাতে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগ উঠেছে। কারণ ওই বইটির মাধ্যমে 'হিন্দুত্ব নিয়ে সাহিত্য' ফুটিয়ে তোলা হয়েছে। যদিও লেখকের অভিযোগের প্রেক্ষিতে আপাতত অ্যামাজনের তরফে মুখ খোলা হয়নি।
সোমবার টুইটারে একটি ছবি (যে ছবি আদতে অ্যামাজনের জবাবের বলে দাবি করেছেন সৌরভ) পোস্ট করে লেখক সৌরভ দাবি করেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আমার বই নিষিদ্ধ করে দেওয়া নিয়ে অ্যামাজন এবং অ্যামাজন কিন্ডলের থেকে এই মেসেজটা পেয়েছি। (ওরা এই বইটা নিষিদ্ধ করে দিয়েছে) কারণ হিন্দুত্ব-ভিত্তিক সাহিত্য আছে বলে মনে করা হয়েছে। এটার কোনও মানে হয় না।'
ওই ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) অনুযায়ী, 'রিভিউয়ের সময় আমরা জানতে পেরেছি যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে একটি কেডিপি অ্যাকাউন্টের সম্পর্ক আছে, যা Modi and Me: A Political Reawakening বই বিক্রি করার জন্য আমরা বাতিল করে দিয়েছিলাম। ওই বইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগ উঠেছে এবং তাতে অসন্তুষ্ট হয়েছিলেন পাঠকরা। কারণ তাতে হিন্দুত্ব-ভিত্তিক সাহিত্য আছে।'
সেইসঙ্গে সৌরভের পোস্ট করা ওই ছবিতে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) লেখা আছে, ‘(চুক্তি) বাতিলের প্রক্রিয়া হিসেবে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেব আমরা। Modi and Me: A Political Reawakening বইয়ের আর কোনও রয়্যালিটি ফি পাবেন না। আপনি আর অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। নিজের বইয়ের নাম পালটাতে পারবেন না, নিজের রিপোর্ট দেখতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টের কোনও তথ্য দেখতে পারবেন না।’
সৌরভের অ্যাকাউন্টে যে টুইট পিন করা আছে, তাতে 'Modi and Me: A Saffron Political and Cultural Awakening' বই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। ওই টুইটের সঙ্গে সৌরভ লিখেছিলেন, ‘নরেন্দ্র মোদী যখন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন হিন্দুফোবিয়ার বিস্ফোরণ হয়েছে। হিন্দুফোবিক চক্রান্তকারীরা যে হিন্দুদের আক্রমণ করছে, তাঁরা সকলে বিজেপি এবং আরআরএসের সমর্থক নয়। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেছে Modi and Me।’ সেইসঙ্গে ওই বইয়ের প্রচ্ছদে বামপন্থীদের আক্রমণ শানিয়েছিলেন সৌরভ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )