
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজস্থানের চরম নৃশংসতা। রাতের অন্ধকারে একটি বাড়িতে ঢোকার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করা হল। শুধু তাই নয়, অর্ধনগ্ন করে দেওয়া হল ওই যুবককে। আর তারপর তাকে প্রস্রাব পান করাতে বাধ্য করল অভিযুক্তরা। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে। সেই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দুজনকে গ্রেফতার করেছে। ঘটনার আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সালিশি সভার নামে ফের তৃণমূল নেতার দাদাগিরি, যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একদল ব্যক্তি রাতের অন্ধকারে ওই যুবককে নির্মমভাবে মারধর করছে। তাকে অর্ধনগ্ন করে দেওয়া হয়েছে। তারপর একটি বোতল থেকে প্রস্রাব পান করাতে বাধ্য করে। জানা গিয়েছে, আক্রান্ত যুবক বারমের জেলার চোহতান এলাকার ধানৌ থানার অন্তর্গত বামনোর গ্রামের বাসিন্দা।
ঘটনার পরই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসরাম বোস জানান, ভিডিয়োটি সামনে আসার পরে অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাতে ওই যুবক এলাকায় কোনও বাড়িতে ঢুকে পড়েছিলেন । এরপর বাড়ির বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ধানউ এলাকার একটি খামারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা তাকে মারধর করে। অনেকেই সেই ভিডিয়ো ক্যামেরা বন্দি করেন। এদিকে, নৃশংস মারধরের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে। সেইসঙ্গে স্থানীয়দের শান্ত থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনার পরে আক্রান্ত যুবক জুনজারাম ধানউ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার খুড়তুতো ভাই ভগবানরাম, তেজারাম এবং গেনারাম তাকে বাধা দেয়। তারাই তাকে নির্মমভাবে মারধর করে এবং তাকে অর্ধনগ্ন করে প্রস্রাব পান করতে বাধ্য করে।
ধনউ পুলিশ জুনজারামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করেছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বোতলে প্রস্রাব ছিল কিনা সেবিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টির আরও তদন্ত করা হচ্ছে। যুবককে মারধরের ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports