ধ্বংসস্তূপের মধ্যে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। জানা গিয়েছে, বহুতলের ৫ জন আবাসিক এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছরের শিশু ও ৫ বছরের এক শিশু রয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই বহুতল ভেঙে পড়েছে।
আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। যারফলে কমপক্ষে ৮জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ২ জন শিশু। এছাড়া আহত হয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব ব্রাজিলের পার্নাম্বুকো প্রদেশের জাঙ্গা এলাকায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভেঙে বহুতলটি ভেঙে পড়ার সেই বিভৎস দৃশ্য। বহুতলের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। সেখানে এখন উদ্ধারকার্য চালাচ্ছেন উদ্ধারকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
ধ্বংসস্তূপের মধ্যে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। জানা গিয়েছে, বহুতলের ৫ জন আবাসিক এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছরের শিশু ও ৫ বছরের এক শিশু রয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আবাসিক ভবনটি ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো প্রদেশের জাঙ্গা এলাকায় অবস্থিত। সোশ্যাল মিডিয়ায় এই বহুতল ভবনে পড়ার ভিডিয়ো ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, চারতলার ওই বহুতলটি কীভাবে ভেঙে পড়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল প্রায় ৬.৩৫ টার দিকে বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান দমকলকর্মী এবং উদ্ধারকর্মীরা। জানা গিয়েছে, ঘটনার সময় ওই বহুতলের অধিকাংশ আবাসিক ঘুমোচ্ছিলেন।
কী কারণে বহুতলটি ভেঙে পড়ল তার কারণ জানা যায়নি। তবে ওই অঞ্চলে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পার্নাম্বুকোর গভর্নর রাকেল লাইরা সতর্ক করেছেন যে আরও বৃষ্টিপাত আরও বাড়তে পারে। তারজন্য বিপজ্জনক বাড়ি ছেড়ে নিরাপদে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। বহুতল ভেঙে পড়ার কারণ জানা না গেলেও স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে মনে করছে, বহুতলটি পুরনো হওয়ার কারণে বর্ষায় ভিত দুর্বল হয়ে ভেঙে পড়েছে।