কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প হরিয়ানার বহু হাসপাতালে বকেয়া রয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এই অবস্থায় রাজ্যের ৬০০টি বেসরকারি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পে রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করতে চলেছে। আইএমএ-এর হরিয়ানা ইউনিট রবিবার এই কথা ঘোষণা করেছে। এরফলে রাজ্যজুড়ে রোগীরা সমস্যায় পড়তে চলেছেন।
আরও পড়ুন: মোদীর কথায় কষ্ট পেলেন দেবাংশু, আয়ুষ্মান আর স্বাস্থ্যসাথীর ফারাক নিয়ে ক্লাস শুরু
হরিয়ানার প্রায় ১৩০০টি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পে রোগীদের চিকিৎসা করে থাকে। এর মধ্যে ৬০০টি বেসরকারি হাসপাতাল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১.২ কোটি মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। অ্যাসোসিয়েশন জানিয়েছে, আয়ুষ্মান ভারতের অধীনে পরিষেবাগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালগুলি। কারণ অর্থপ্রদানে বিলম্বের কারণে হাসপাতালগুলি খরচ বহন করতে পারছে না। হাসপাতালগুলির বক্তব্য, প্রয়োজনীয় তহবিল ছাড়া হাসপাতাল চালানো অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে বকেয়া প্রদান করতে হবে। আইএমএ (হরিয়ানা)-এর সভাপতি ডাঃ মহাবীর জৈন বলেছেন, বেসরকারি হাসপাতালে এই প্রকল্পে কয়েক মাস ধরে বকেয়া রয়েছে। তাই বকেয়া না মেটালে হাসপাতাল চালানো সম্ভব নয়। প্রায় ৪০০ কোটি টাকা বকেয়া আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাদের আরও বক্তব্য, এমনিতেই এই প্রকল্পে ছাড় দেওয়া হয়। তারওপর ন্যূনতম অর্থ না পেলে তাদের পক্ষে হাসপাতাল চালানো সম্ভব নয়। আইএমএ-র আধিকারিকরা বলেছেন, যে হরিয়ানার প্রতিটি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল সরকারের কাছ থেকে এই প্রকল্পে বিলের মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পেয়েছে।
সাধারণত, প্রতিটি হাসপাতাল এই প্রকল্পের আওতায় থাকা রোগীর চিকিৎসা করার পর সরকারের কাছে একটি আবেদন করে। সেটি অনলাইনে করতে হয়। তা খতিয়ে দেখার পর সরকারের তরফে সেটি মিটিয়ে দেওয়া হয়।অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেছেন, যে বিষয়টি নিয়ে এই মাসের শুরুতে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির কাছে উত্থাপন করা হয়েছিল। তিনি অবিলম্বে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিলেন। তবে হাসপাতালগুলি বকেয়ার সামান্য অংশ পেয়েছে মাত্র। আইএমএ-র হরিয়ানার সেক্রেটারি ধীরেন্দ্র কে সোনি বলেছেন, ‘এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ১৫ দিন পরেও আমাদের সদস্যরা কোনও উল্লেখযোগ্য বকেয়া পাননি।’ আয়ুষ্মান ভারত (হরিয়ানা)- এর যুগ্ম সিইও অঙ্কিতা অধিকারী জানিয়েছেন, পরিষেবা স্থগিত করার বিষয়ে তিনি জানেন না। তবে ইতিমধ্যেই বকেয়া মেটানো শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে সমস্যাটি সমাধান করা হবে। কঠোর পদক্ষেপের প্রয়োজন হবে না।